ভালুকায় ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামি নিহত

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল মিয়া (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল উপজেলার হবিবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মজিবুর রহমানের ছেলে।

পুলিশের দাবি, নিহত রুবেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নামে ময়মনসিংহ ও গাজীপুরে কমপক্ষে সাতটি মামলা রয়েছে।

ময়মনসিংহের ডিবি পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ভালুকা উপজেলার জামিরদিয়া-হবিরবাড়ি পাকা রাস্তার পশ্চিম পাশে কয়েকজন অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছেন। এ তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ডিবি পুলিশের দুটি দল রাত দুইটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করেন। পরে পুলিশও আত্মরক্ষার্থে ফাঁকা গুলি করে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে আহত অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়।

ওই সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান তার নাম রুবেল। পরে আহত রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ বলেন, রুবেল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলাসহ ৭টি মামলা রয়েছে। ঘটনাস্থলে আহত রুবেলকে উদ্ধারের পর তার কাছে ২০০ পিস ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এএসআই সুজন চন্দ্র সাহা আহত হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: