শৈলকূপায় পরিদর্শক সেজে ‘প্রতারণা’ করতে এসে স্কুলশিক্ষক আটক

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পরিদর্শক পরিচয় দিয়ে প্রতারণার সময় মনিরুল ইসলাম নামের এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

আটককৃত মনিরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের হজতুল্লাহ’র ছেলে। সে মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাসুদ করিম জানান, প্রতারক মনিরুল ইসলাম নিজের নাম পরিবর্তন করে এম এ তারিক আজিজ বলে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-পরিদর্শক পরিচয় দিয়ে বৃহস্পতিবার কলেজে আসেন। শনিবার সকালে রাহাতন নেছাসহ বাকাই সিদ্ধি, বসন্তপুর সম্মিলনী ও বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করবেন এবং এসকল স্কুল প্রধানদের প্রয়োজনীয় কাগজপত্রসহ রাহাতন নেছা স্কুলে উপস্থিত থাকতে বলে চলে যায়।

শনিবার সকালে তিনি পুনরায় এসে এসকল বিদ্যালয়ের কাগজপত্র হাতে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সন্তুষ্টির জন্য খরচের টাকা দাবী করেন। শনিবার সরকারী অফিস বন্ধ থাকায় ও তার আচার আচরণে সন্দেহ হলে উপস্থিত বিদ্যালয়ের শিক্ষকগণ কৌশলে তাকে আটকে রেখে গোপনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট খোঁজ খবর নেন। পরে উক্ত ব্যক্তি ভুয়া বলে নিশ্চিত হওয়ায় তারা শৈলকূপা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের পর তাকে থানায় নিয়ে যায়।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, পুলিশের কাছে প্রতারক মনিরুল ইসলাম নিজের দোষ স্বীকার করেছেন। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলার প্রস্তুতি চলছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ