জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী ব্যাংক (উপজেলা কমপ্লেক্স) শাখা থেকে জাল টাকাসহ চাকরিচ্যুত এক পুলিশ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
আটক ব্যক্তি মামুনুর রশিদ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রুহিলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ২০১৭ সালে মামুনুর রশিদ পুলিশ সদস্য থেকে চাকরিচ্যুত হন। এরপর থেকে মাদারগঞ্জ, মেলান্দহ, জামালপুর সদরসহ বিভিন্ন জায়গায় জাল টাকা নিয়ে প্রতারণা করে আসছিলেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে সরিষাবাড়ী সোনালী ব্যাংক (উপজেলা কমপ্লেক্স) শাখায় ৫০০ টাকার মোট ১৬,০০০ টাকার জাল নোট পরিবর্তনের চেষ্টা করার সময় হাতেনাতে আটক করে স্থানীয়রা। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
আজ বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পুলিশের তৎপরতায় প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।’
ইউটি/টিএ