সুখী মানুষ বেশি কর্মক্ষম

আমেরিকান লেখক ডেল ব্রাকেনরিডজ কার্নেগি। তিনি ১৮৮৮ সালে মেরীভিলে দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।

ডেল কার্নেগি ১৯৩৬ সালে প্রকাশিত ‘হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস’ বইয়ের লেখক, যা আজো ব্যাপক জনপ্রিয়। সেই সময়ে এই বইটি বেস্ট সেলারের মর্যাদা পায়।

তিনি ১৯৪৮ সালে প্রকাশিত হাউ টু স্টপ অওরিং অ্যান্ড স্টার্ট লিভিং, লিঙ্কন দ্য আননোনসহ আরও অনেক বইয়ের লেখক।

তার বইয়ের বিশেষত্ব হলো, নিজের প্রতিক্রিয়ার ভিন্নতার মধ্য দিয়ে অন্যের ব্যবহারের পরিবর্তন আনা সম্ভব।

তিনি ১৯৫৫ সালের ১ নভেম্বর নিউইয়র্কের ফরেস্ট হিলসে মৃত্যুবরণ করেন।

তাঁর একটি বিখ্যাত উক্তি-

“মনে রাখা প্রয়োজন যে, একজন
হতাশাগ্রস্থ মানুষের চেয়ে একজন সুখী
মানুষ হাজার গুন বেশি কর্মক্ষম।”

Share this news on: