শৈলকুপায় ঘুমন্ত অবস্থায় সাপের ছোবল, প্রাণ গেল দুই ভাইয়ের

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার মধ্যরাতে উপজেলার নাগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীন হোসেন (৩০) ও সোহান হোসেন (১০)। তারা ওই গ্রামের মৃত নবাব মণ্ডলের ছেলে।

তাদের চাচা আবুল কাশেম জানান, সোমবার রাতে খাবার খেয়ে বড় ভাই শাহীনের সঙ্গে একই খাটে ঘুমিয়ে ছিল ছোট ভাই সোহান। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় বিষধর একটি সাপ প্রথমে ছোট ভাই সোহানকে কামড় দেয়। পরে বড় ভাই শাহীনকে কামড় দেয়। তারা ঘুম থেকে জেগে উঠলে ঘরের মধ্যে সাপ দেখতে পায়। সাপটি মেরে ফেলার পর প্রথমে গ্রামের ওঝার কাছে নিয়ে যাওয়া হয় দুই ভাইকে। সেখান থেকে তাদের নেওয়া হয় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

তিনি বলেন, অবস্থার অবনতি হলে দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর প্রথমে সোহান ও পরে শাহীনেরও মৃত্যু হয়।

ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন...

 শৈলকুপায় ঘুমন্ত নারীকে সাপের কামড়, হাসপাতালে মৃত্যু

 

টাইমস/এইচইউ

Share this news on: