“যে অন্নহীন, তাহার আবার লজ্জা কি ?”

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ সালের ২৬ জুন চব্বিশ পরগণার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।

বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তাঁর অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন।

বঙ্কিমচন্দ্রের প্রায় সব উপন্যাসই ইংরেজি, জার্মান, হিন্দি, কানাড়া, তেলেগু প্রভৃতি ভাষায় অনুবাদ হয়েছে। তার উপন্যাসগুলির নাট্যরূপ সাফল্যের সঙ্গে মঞ্চে অভিনীত ও সিনেমায় রূপায়িত হয়েছে।

তার বিখ্যাত কিছু সাহিত্যকর্মের মধ্যে রয়েছে- দুর্গেশনন্দিনী, ইন্দিরা, চন্দ্রশেখর, রজনী, দেবী চৌধুরাণী, কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, রাধারাণী, কৃষ্ণকান্তের উইল, আনন্দমঠ, সীতারাম ইত্যাদি।

তিনি ১৮৯৪ সালের ৮ এপ্রিল বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন।

তাঁর একটি উক্তি হলো-

“যে অন্নহীন, তাহার আবার লজ্জা কি ?”

Share this news on:

সর্বশেষ