গোপালগঞ্জে বাস-থ্রিহুইলার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১১

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে বাস-থ্রিহুইলার সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন।

বৃহস্পতিবার সদর উপজেলা হরিদাসপুরের ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

নিহতের মধ্যে মাহেন্দ্র চালক রাজিব মোল্লা, হরিরদাসপুর গ্রামের সাদ্দাম মোল্লা ও গোপালগঞ্জ সদরের ডুমদিয়া গ্রামের মোর্শেদ গাজীর নাম জানা গেছে। অন্যদের নাম পরিচয় জানা যায়নি।নিহতদের মধ্যে বাসযাত্রী, মাহেন্দ্র যাত্রী ও পথচারী রয়েছেন বলে জানা গেছে।

ওসি মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী গোল্ডেন লাইনের একটি বাসের সঙ্গে থ্রি-হুইলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসাটি বাস্তার খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে যোগ দেয় বলে জানান ওসি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ