পাক সেনাপ্রধানের পর এবার যুদ্ধের হুমকি দিলেন বিলওয়াল ভুট্টো

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে জড়ানোর পর থেকে বেশ উত্তপ্ত পরিস্থিতি দেশ দুটির মধ্যে। বিশেষ করে পাকিস্তানের পক্ষ থেকে অনেক সময় ভারতকে উদ্দেশ্য করে কঠোর বার্তা দেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতকে যুদ্ধের হুমকি দিয়েছেন পাক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। এবার একই ধরনের বার্তা দিয়েছেন দেশটির রাজনীতিবিদ বিলাওয়াল ভুট্টো।

বিশেষ করে সংঘাতের সময় সিন্ধু পানি চুক্তি ভারত বাতিল করে দেয়ার পর থেকে পাকিস্তান আগ্রাসী বক্তব্য দিয়ে যাচ্ছে। বার বার ইসলামাবাদের পক্ষ থেকে পানি চুক্তির স্বাভাবিকতা বহাল রাখার আহ্বান জানালেও এখন পর্যন্ত ভারত তার সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

এরই প্রেক্ষিতে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো অভিযোগ করে বলেন, ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে। আর তাই সব পাকিস্তানিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (১১ আগস্ট) পাকিস্তানের সিন্ধ প্রাদেশিক সরকারের সংস্কৃতি বিভাগের আয়োজিত এক অনুষ্ঠানে ভুট্টো বলেন, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত পাকিস্তানের বড় ক্ষতি করেছে। আমাদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে মোদি ও এসব আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানো দরকার। ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত রাখলে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ করে ৬টি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো আমরা শক্তিশালী। ভারত যদি এই পথে অবিচল থাকে তাহলে আমাদের কাছে জাতীয় স্বার্থ রক্ষায় যুদ্ধসহ সব ধরনের বিকল্প খোলা রাখতে হবে। যদি অপারেশন সিঁদুরের মতো হামলার কথা ভাবেন, তবে পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত। আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন এবং আমরা নত হবো না।’

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে ভারতকে উদ্দেশ্য করে বলেন, আগামীতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকটে পড়লে এবং পৃথিবীর অর্ধেকই ধ্বংস হয়ে যাবে।’

আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি, তাহলে পৃথিবীর অর্ধেককে আমাদের সঙ্গে নিয়ে যাব।’

সিন্ধু নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত যদি কোনো অবকাঠামো বা বাঁধ তৈরি করে, তাহলে তা ধ্বংস করতে ১০টি ক্ষেপণাস্ত্র মারার হুমকিও দেন তিনি। বলেন, ‘সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয়। সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হলে ২৫ কোটি মানুষ অনাহারের মুখে পড়বে।’

পাকিস্তানের সেনাপ্রধানের এমন বক্তব্যের পর ভারত তীব্র প্রতিক্রিয়া জানায়। পারমাণবিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পারমাণবিক যুদ্ধের হুমকি দেয়া পাকিস্তানের পুরোনো অভ্যাস। এ ধরনের মন্তব্য একটি ‘বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের’ মাটি থেকে এসেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় নিজেরাই বুঝতে পারবে এ ধরনের মন্তব্য কতটা দায়িত্বজ্ঞানহীন। ভারত কারও কাছে মাথা নত করবে না এবং জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে নয়াদিল্লি।

কেএন/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র Nov 24, 2025
হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের পথে সবচেয়ে বড় বাধা ভারত Nov 24, 2025
শান্তি আলোচনায় নতুন মোড়: ইউক্রেনের উদ্বেগ বাড়ছে Nov 24, 2025
গণমাধ্যমে প্রকৃত খবরের জন্য যুদ্ধ করতে হয়: তালাত মামুন Nov 24, 2025
গণমাধ্যমের কমিশন তৈরি হয়েছে কিন্তু রিপোর্ট নিয়ে আলোচনা হয়নি: মির্জা ফখরুল Nov 24, 2025
বাংলাদেশের মিডিয়াকে শিল্পগোষ্ঠীর হাতে জিম্মি হতে দেয়া ঠিক না : নুরুল হক নুর Nov 24, 2025
img
বলিউডের ‘মিস্টার ডিপেন্ডেবল’ ধর্মেন্দ্র, অমিতাভ যদি ‘শচীন’ হন, তবে তিনি হলেন ‘দ্রাবিড়’ Nov 24, 2025
img
ডেঙ্গুতে একদিনে প্রাণ হারাল ২, হাসপাতালে ৭০৫ Nov 24, 2025
img
সোশ্যাল মিডিয়ায় নারীদের নিরাপত্তার নিশ্চয়তায় হুমার কড়া বার্তা Nov 24, 2025
img
দেশের মালিক জনগণ, সরকার নয় : সুলতানা কামাল Nov 24, 2025
img
চট্টগ্রাম জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে ধিক্কার জানাই: ইশরাক হোসেন Nov 24, 2025
img
মুকুট না পেলেও দেশের মন জিতলেন মিথিলা, ফেরার পর শুরু নতুন অধ্যায় Nov 24, 2025
img
জিজ্ঞাসাবাদে আক্রমণাত্মক আচরণ করা হয়েছে, অভিযোগ শহীদুল হকের আইনজীবীর Nov 24, 2025
img
তিলককে চার নম্বরে খেলাতে চাইছেন ইরফান পাঠান Nov 24, 2025
img
রাশিয়া ও সৌদি আরব থেকে ৭৫ হাজার টন সার কিনবে সরকার Nov 24, 2025
img
প্রথমবারের মতো দলীয় সভায় বক্তব্য রাখলেন জাইমা রহমান Nov 24, 2025
img
ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল Nov 24, 2025
img
ভূমিকম্প সম্পর্কে বিস্তারিত জানতে বিশেষজ্ঞদের ডেকেছেন প্রধান উপদেষ্টা : রিজওয়ানা Nov 24, 2025
img
শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে ইবি অধ্যাপক চাকরিচ্যুত Nov 24, 2025
img
ধর্মেন্দ্রর শেষ খবর কেন কাওকে জানায়নি পরিবার? Nov 24, 2025