শৈলকুপা পৌর ভবন থেকে ৮০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা ভবনের গুদাম থেকে সাড়ে ৮০ বস্তা ভিজিএফ’র চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকালে শৈলকুপা পৌরসভার গুদাম থেকে চাল জব্দ করে ওই গুদামে সিলগালা করে রাখা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুচ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনিুস জানান, অবৈধভাবে ভিজিএফ-র চাল মজুত রাখার খবর পান জেলা প্রশাসক। তার নির্দেশে তিনি চাল উদ্ধার ও জব্দ করেছেন।

তিনি বলেন, এ চাল কোরবানির ঈদের আগে দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দ আসে। কিন্তু বিতরণ না করে মজুত করে রাখা হয়েছিল।

শৈলকুপা পৌরসভার মেয়র কাজী আশরাফুল আজম জানান, এ চাল পৌরসভার এক নম্বর ওয়ার্ডের একশ’ ৬১টি ভিজিএফ-র কার্ডধারী দুস্থদের মাঝে বিতরণের জন্য বরাদ্ধ ছিল। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর নায়েব আলী চাল ডেলিভারি না নেওয়ায় গুদামে মজুত পড়ে ছিল।

জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, এ ব্যাপারে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: