বরিশালে পুলিশের মাথা ফাটিয়ে ৬ স্বর্ণের দোকানে ডাকাতি

পুলিশ কর্মকর্তাকে লোহার রড দিয়ে পিটিয়ে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একসঙ্গে ছয়টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ৬০ ভরির বেশি স্বর্ণ, ১০০ ভরির বেশি রুপা ও নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে গেছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কলসকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাকেরগঞ্জ থানার এক উপসহকারী পরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন। আহত এএসআইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টার দিকে কলসকাঠি বাজারে একদল ডাকাত হানা দেন। ডাকাত দলের সদস্যরা ২-৩টি স্পিডবোটে করে কলসকাঠি বাজারে আসেন। শুরুতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (ডিবি পুলিশ) পরিচয় দিয়ে একজন নৈশ প্রহরীসহ বাজারে থাকা বেশ কয়েকজনকে ধরে নিয়ে পেছন থেকে হাত বেঁধে ফেলেন। এরপর সবাইকে বাজারের সেবা ফার্মেসি নামের একটি ওষুধের দোকানে নিয়ে আটকে রাখেন। ঘটনার কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় এবং ডাকাতদলের ৪-৫ সদস্যকে দেখে চ্যালেঞ্জ করে। এর মধ্যেই পুলিশ দলের নেতৃত্বে থাকা এএসআই জসিমের পেছন থেকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন ডাকাত দলের সদস্যেরা। এরপর তাকেসহ অন্যদের হাত পেছন থেকে বেঁধে ওই ফার্মেসিতে নিয়ে আটকে রাখে।

বাজারের লক্ষ্মী জুয়েলার্স, কলসকাঠি অলংকার ভবন, কানাই কর্মকারের স্বর্ণের দোকান, পাল অলংকার ভবন, সোনার গয়না ভবনসহ ছয়টি স্বর্ণের দোকানে লুটপাট চালান ডাকাতেরা। ডাকাত দলটি তাদের ৬০ ভরির ওপর স্বর্ণ, ১০০ ভরির ওপর রুপা ও নগদ কয়েক লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে ব্যবসায়ীরা জানান।

খবর পেয়ে থানা-পুলিশের অন্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাত দলের সদস্যরা পালিয়ে যান। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। ওই বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ভারতের যেখানেই যাই অমিতাভ বচ্চনের মতো সম্মান পাই: কঙ্গনা May 06, 2024
img
গণতন্ত্রের প্রতি বিএনপির আগ্রহ কোনদিনই ছিল না : ওবায়দুল কাদের May 06, 2024
img
গ্রামাঞ্চলে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর May 06, 2024
img
দেশে বেকারের সংখ্যা ২৫ লাখ ৯০ হাজার May 06, 2024
img
বৃষ্টির দিনে ঘরের যত্ন নেবেন যেভাবে May 06, 2024
img
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত May 06, 2024
img
মিল্টনের আশ্রমে থাকা শিশু-বৃদ্ধদের দায়িত্ব নিচ্ছে শামসুল হক ফাউন্ডেশন May 06, 2024
img
১৪ দিনে হিটস্ট্রোকে মৃত্যু ১৫ জনের : স্বাস্থ্য অধিদপ্তর May 06, 2024
img
সম্পদ অর্জনে এমপিদের চেয়ে চেয়ারম্যানরা এগিয়ে, টিআইবির বিশ্লেষণ May 06, 2024
img
হিলি স্থলবন্দর দিয়ে ১০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি May 06, 2024