প্রাক্তন বিচারপতির বাসায় যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন, ভিডিও ভাইরাল

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক গৃহবধূকে নির্যাতনের একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বাড়ির বৈঠকখানায় এক নারীর ওপর অত্যাচার করছেন তিন জন। ওই তিন জনের মধ্যে একজন প্রাক্তন বিচারপতি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সেই প্রাক্তন বিচারপতি। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা প্রদেশের রাজধানী হায়দ্রবাদে।

ভিডিওতে যে বাড়ির ছবি দেখা যাচ্ছে সেটি  হায়দ্রাবাদ ও মাদ্রাজ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি নুটি রামমোহন রাওয়ের। তিনি ২০১৭ সালে বিচারপতির দায়িত্ব থেকে অবসর নেন। তাকে ছাড়াও ভিডিওতে যাদের দেখা যাচ্ছে তারা হলেন- প্রাক্তন বিচারপতির স্ত্রী নুটি দুর্গা জয়লক্ষ্মী ও তাদের ছেলে, নির্যাতিতার স্বামী নুটি ভাশিষ্ঠ। নির্যাতিতা গৃহবধূর নাম সিন্ধু শর্মা (৩০)।

সম্প্রতি দুইটি ভিডিও ক্লিপ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটিতে দেখা যাচ্ছে, এক গৃহবধূকে বিছানা, মেঝেতে ফেলে, টেনে-হিঁচড়ে মারধর করা হচ্ছে। আর তার দুধের শিশু মাকে বাঁচানোর চেষ্টা করছে। আরও একটি শিশুও সেখানে চলে এসেছে। পরে তাকে সরিয়ে দেয়া হয় সেখান থেকে।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ভিডিওটি গত এপ্রিলের। বিষয়টি তখনই সামনে আসে। সেই সময় অত্যাচারিত হওয়ার পর হায়দ্রবাদের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সিন্ধুকে। একটি অভিযোগও দায়ের হয় তিন অভিযুক্তের বিরুদ্ধে। অভিযোগ ২০১২ সালে বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য অত্যাচার করা হত সিন্ধুর ওপর।

থানায় তখন অভিযোগ জানালেও সম্প্রতি একাধিক সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে গত ২০ সেপ্টেম্বর। তারপর থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরা।

এ ঘটনা আসামিদের মধ্যে একজন ওই প্রাক্তন বিচারপতি নুটি রামমোহন রাও। তার দাবি, সিন্ধু আত্মহত্যার চেষ্টা করছিলেন। তাই তাকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল। ওই দিন সিন্ধুর কাপড়ের নিচে কীটনাশক লুকিয়ে রেখেছিলেন। সিন্ধুর বিরুদ্ধে সম্পত্তি হাতানোর চেষ্টারও অভিযোগ করেছেন তিনি। 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ