“নিজেকে বিকশিত করতে সাহসের দরকার”

ইংরেজি সাহিত্যের একজন জনপ্রিয় কবি ও চিত্রশিল্পী ই ই কামিংস। ১৮৯৪ সালের ১৪ অক্টোবর তিনি যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে জন্মগ্রহণ করেন। কামিংস ছোটবেলা থেকেই কবিতা লিখতেন ও ছবি আঁকতেন।

প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি প্যারিসে ছিলেন। ফ্রান্স থেকে স্বদেশে যুদ্ধবিরোধী চিঠিপত্র লিখতেন। চিঠিতে সমালোচনামূলক মন্তব্যের জন্য তাঁকে ফ্রান্সের এক শিবিরে বন্দি করে রাখা হয়।

ওই শিবিরের অভিজ্ঞতাই তাঁকে 'দ্য এনর্মাস রুম' নামের আত্মজীবনীমূলক উপন্যাস লিখতে প্রণোদনা জোগায়। প্যারিসে বসবাস করার সময় তাঁর লেখা 'টিউলিপস অ্যান্ড চিমনিজ' নামে কবিতার সংকলনও প্রকাশিত হয়।

১৯৬২ সালের ৩ সেপ্টেম্বর কামিংস মৃত্যুবরণ করেন।

তাঁর বিখ্যাত একটি উক্তি হলো-

“তোমার ভেতরের তোমাকে বিকশিত

করতে সাহসের দরকার।”

Share this news on: