রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রংপুর মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত চেকপোস্ট তল্লাশি, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারের পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার এজাহারভুক্ত আসামি।’
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি শাওদত শায়েম শাকিল (৩০), মহানগর আওয়ামী লীগের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী লাবলু মিয়া (২৮), ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হারুন অর রশিদ (৬৩), পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও রসিক কাউন্সিলর প্রয়াত হারাধন রায় হারার সহযোগী আনিছুর রহমান (৫৪), মহানগর আওয়ামী লীগের সদস্য অঞ্জন সরকার (৫৭)।
এদিকে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।
অনেকে বলছেন, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার নতুন মাত্রা তৈরি করেছে।
কেএন/এসএন