ময়মনসিংহ মেডিকেলে চার লাখ টাকার চিকিৎসা উপকরণ দিলেন মেয়র টিটু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রোগীদের জন্য চার লক্ষাধিক টাকার সমপরিমাণ চিকিৎসা সহায়ক উপকরণ প্রদান করেছেন সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

বুধবার সকালে সিটি করপোরেশন চত্বরে হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদারের নিকট উপকরণগুলো হস্তান্তর করেন তিনি।

উপকরণগুলোর মধ্যে রয়েছে- বিশটি হুইল চেয়ার, বিশটি হ্যান্ড ট্রলি ও দুইটি বর্জ্য অপসারণের ভ্যানগাড়ি।

এসময় মেয়র বলেন, ময়মনসিংহ হাসপাতালটি স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে যে পরিমাণ রোগীর চাপ, সেই পরিমাণ সেবা দিতে হিমশিম পোহাতে হচ্ছে।

এসময় প্রত্যেকের অবস্থান থেকে সরকারের পাশাপাশি সবাইকে সহযোগিতার আহ্বান জানান মেয়র।

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আনোয়ার হোসেন, সচিব আব্দুল হালিম, প্রধান প্রকৌশলী রকিবুল ইসলাম, নির্বাহী হাকিম রাজিবুল আহসান, প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, প্রধান সুপারভাইজার রবিউল ইসলাম, কাউন্সিলর ফারুক হাসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

টাইমস/এইচইউ

Share this news on: