ভোটে নির্বাচিত সরকার হলে ক্যাসিনো-জুয়া বন্ধ হবে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, সব ক্ষেত্রে পতন ঘটেছে। কোনো প্রতিনিধিত্বশীল সরকার না থাকায় সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকারদলীয় নেতা–কর্মীদের দুর্নীতির এমন প্রসার ঘটেছে যে সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হলে ক্যাসিনো, জুয়া, চাঁদাবাজি দূর হবে।

শুক্রবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমদ বলেন, ‘শামীম, খালেদ আর সম্রাট— এরা মাত্র তিনটি নাম। এ রকম আরও শত শত নাম আছে। শত শত মানুষ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগ আছে, যারা চাঁদাবাজি করে, ব্যবসা করে, ক্যাসিনো চালায় এবং জুয়ার আসর বসায়। এরা কারা? তারা তো এই দলেরই নেতৃবৃন্দ।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘কেবল ছাত্রলীগের সভাপতি-সম্পাদক শোভন আর রাব্বানী নয়, ছাত্রলীগের মধ্যে এই ধরনের শোভন রাব্বানী অনেক রয়েছে। একজন ছাত্রনেতা ৮৬ কোটি টাকা চাঁদাবাজি করবে, এ তো আমি কল্পনাই করতে পারি না।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের সর্বস্তরের তো বটেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এদের মধ্যে তিনজনের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। একটি হলো আমাদের প্রধানমন্ত্রীর নিজ জেলা গোপালগঞ্জের। তাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে এবং আন্দোলন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছে।’

সরকারের পদত্যাগ দাবি করে মওদুদ আহমদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধিত্ব সরকার গঠিত হলেই এই নৈরাজ্য, চাঁদাবাজি, ক্যাসিনো দূর হবে। আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ