“শরীরের প্রতি যত্নশীল থাকুন”

আমেরিকান উদ্যোক্তা, লেখক ও প্রেরণাদায়ক বক্তা জিম রন। পেশাদারভাবে জিম রোহান নামে পরিচিত। ১৯৩০ সালের ১৭ সেপ্টেম্বর ওয়াশিংটনের ইয়াকিমা শহরে তিনি জন্মগ্রহণ করেন।

কথা বলার ক্ষেত্রে দক্ষতার জন্য জিম রোহান ১৯৮৫ সালের জাতীয় স্পিকার অ্যাসোসিয়েশন সিপিএই পুরষ্কার লাভ করেছিলেন। ‘দ্য পাওয়ার অফ অ্যাম্বিশন’, ‘টেক চেঞ্জ ইউর লাইফ’ সহ ১৭টি বই তিনি রচনা করেছেন। তাঁর অনেক বক্তব্য এখনও ইউটিউব ও ইনস্টাগ্রামে বিনামূল্যে পাওয়া যায়।

জিম রোহান ২০০৯ সালের ৫ ডিসেম্বর পালমোনারি ফাইব্রোসিসে মারা যান। ক্যালিফোর্নিয়ার গ্লানডেলের ফরেস্ট লন মেমোরিয়াল পার্কে তাকে সমাহিত করা হয়।

তাঁর বিখ্যাত একটি উক্তি-

“শরীরের প্রতি যত্নশীল থাকুন। বাঁচার

কোনো বিকল্প নেই।”

Share this news on: