জেতার জন্য টাইগারদের দরকার ১৯১ রান

সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের দেয়া ১৯০ রান তাড়া করে ব্যাট করছে বাংলাদেশ ক্রিকেট দল।

শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩.৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৫৬ রান।

এর আগে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

টস হেরে ব্যাটিং করতে নামা ওয়েষ্টইন্ডিজ ম্যাচের শুরু থেকেই তুলোধুনো করছেন স্বাগতিক বোলারদের। তবে শেষ দিকে মাহমুদউল্লাহ, মোস্তাফিজ, সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ১৯০ রানে থামল তারা। 

তৃতীয় ওভারে আবু হায়দারের এক ওভারেই ঝড় তোলেন এভিন লুইস। আবু হায়দারের রনির এক ওভারেই চারটি ৬ মারা লুইস ফিফটি করতে খরচ করেন মাত্র ১৮ টি বল। এরপর ব্যাটকে তলোয়ার বানিয়ে সাইফুদ্দিন-সাকিবদের রীতিমতো কচুকাটা করছিলেন তিনি। অবশেষে মাহমুদউল্লাহ ম্যাজিকে থামলেন বিস্ফোরক ওপেনার। তার বলে সরাসরি বোল্ড হওয়ার আগে করেছেন ৩৬ বলে ৮৯ রানের এক ইনিংস।

৫ ওভারের উদ্বোধনী জুটিতেই ৭৬ রান তুলে ফেলেন ক্যারিবীয় দুই ওপেনার এভিন লুইস আর শাই হোপ। বেশি ভয়ংকর ছিলেন লুইস। ১২ বলে ২৩ রান করা শাই হোপকে বোল্ড করে এই জুটিটি ভাঙেন সাকিব আল হাসান।

এরপর কেমো পলকে মাত্র ২ রানে বাউন্ডারিতে আরিফুল হকের ক্যাচ বানান মোস্তাফিজুর রহমান। লুইসের ব্যাটে চড়ে তবু দ্রুতগতিতে রান তুলে চলছিল সফরকারি দল। তাকে আটকানোর পথই খুঁজে পাচ্ছিলেন না বাংলাদেশের বোলাররা। যে-ই বল করতে এসেছেন, তার উপরই চড়াও হয়েছেন লুইস।

এরপর নিয়মিত বিরতিতেই উইকেট খুইয়েছে ক্যারিবীয়রা। ২৪ বলে ২টি করে চার ছক্কায় নিকোলাস পুরানের ২৯ রান ছাড়া পরে বলার মতো রান করতে পারেননি আর কেউ।

বল হাতে সবচেয়ে সফল ছিলেন মাহমুদউল্লাহই। ৩.২ ওভারে ১৮ রানে ৩টি উইকেট নেন তিনি। সাকিব আর মোস্তাফিজও ৩টি করে উইকেট নিয়েছেন, তবে তারা রান খরচ করেছেন বেশি। সাকিব ৪ ওভারে দেন ৩৬ রান, মোস্তাফিজ ৩৩।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্টইন্ডিজ একাদশ: ইভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরন, শিমন হেটমিয়ার, শেরফেন রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশেন থমাস।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ