ডেঙ্গুতে পুরুষদের চেয়ে নারীদের মৃত্যু বেশি

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুরুষরা। কিন্তু ডেঙ্গুতে মারা গেছেন নারীরা বেশি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে এই তথ্য জানা গেছে।

আইইডিসিআরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ১৫৫ জন। এরমধ্যে পুরুষ ৫৫ হাজার ১৩৯ জন, নারী ৩০ হাজার ১৫৪ জন এবং শিশুর সংখ্যা ৮৫৬। আক্রান্তদের মধ্যে ২৪ জন পুরুষ, ৩২ জন নারী এবং ২৫ শিশুর মৃত্যু হয়েছে।

এই প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘নারীদের চিকিৎসা নেয়ার প্রবণতা খুব কম। খুব জটিল অবস্থায় না গেলে সাধারণত তারা চিকিৎসকের কাছে যেত চান না। আর জটিল অবস্থায় যখন হাসপাতালে যান, তখন হয়তো অনেক সময় পার হয়ে যায়। যে কারণে শত চেষ্টায়ও কিছু করার থাকে না।’

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ