ঝুলে থাকা তরুণকে গুলি: ঘটনায় জড়িত ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চার জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৫ আগস্ট) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

এ ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। এছাড়াও উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদসহ আরও অনেকে।

হাবিবুর ছাড়া বাকি তিন আসামি হলেন-খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। এদিন এ মামলায় গ্রেফতার রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তবে গত ১০ আগস্ট পলাতক চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

৭ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষে ফর্মাল চার্জ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। গত ৩১ জুলাই চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ১৯ জুলাই বিকেলে রামপুরায় হোটেলে কাজ শেষে ঢাকায় থাকা ফুফুর বাসায় ফিরছিলেন আমির হোসেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। বনশ্রী-মেরাদিয়া সড়কের দুই পাশে পুলিশ-বিজিবির গাড়ি দেখে ভয়ে প্রাণ বাঁচাতে পাশে থাকা একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে ওঠেন তিনি।

ওই সময় পুলিশও তার পিছু পিছু যায়। একপর্যায়ে জীবন বাঁচাতে ওই নির্মাণাধীন ভবনটির ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন আমির। কিন্তু তাকে দেখে ফেলে পুলিশ। পরে তার ওপর ছয়টি গুলি ছোড়েন এক পুলিশ সদস্য। এতে তিন তলায় পড়ে গেলে তার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করেন। এরপর বনশ্রীর একটি হাসপাতালে নেয়া হয়। ওইদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে দীর্ঘদিন চিকিৎসা শেষে বাড়ি ফেরেন ভুক্তভোগী ওই তরুণ।

এছাড়া একই দিন রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন। একইসঙ্গে মায়া ইসলামের ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসা গুলিবিদ্ধ হয়। সিঙ্গাপুরে চিকিৎসা নিলে এখনও কথা বলতে পারছে না এ শিশু।

গত ২৬ জানুয়ারি রাতে আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো সাবেক এএসআই চঞ্চল সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার নেতৃত্বাধীন ঢাকা মহানগর পুলিশের একটি দল।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
১৫১ অভিযোগে নিয়ে দুদকের ১৮২তম গণশুনানি Aug 25, 2025
img
অর্ডিন্যান্স পাসের ১৫ দিনের মধ্যেই ইকসু নির্বাচন : উপাচার্য Aug 25, 2025
img
আবারও আলোচনায় অপু বিশ্বাস, আসছে স্টার ডায়েরির দ্বিতীয় পর্ব Aug 25, 2025
img
ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হবে পরিনীতির যে ৮টি ছবি Aug 25, 2025
img
জীবনরক্ষাকারী ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করবে সরকার Aug 25, 2025
img
সীমান্ত সম্মেলনে যোগ দিতে ঢাকায় এলেন বিএসএফ মহাপরিচালক Aug 25, 2025
img
ববির উন্নয়নের দাবিতে আবারও সড়ক অবরোধ শিক্ষার্থীদের Aug 25, 2025
‘বিদেশ থেকে ২ ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে, বাসার সামনে মব’ Aug 25, 2025
‘উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না’ Aug 25, 2025
সাপ্তাহিক দুইদিন ছুটির আহ্বান জানালেন সাংবাদিকরা Aug 25, 2025
চীনের বাঁধে পানিযুদ্ধের শঙ্কা, পাল্টা পদক্ষেপে ভারত Aug 25, 2025
রোহিঙ্গাদের সংকট সমাধানে যে সাতটি কর্মপরিকল্পনা প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা Aug 25, 2025
ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা নতুন ভোরের স্বপ্ন দেখছে | ডাকসু Aug 25, 2025
img
সালমানের চুল কাটতে গিয়ে কান কেটে ফেলেছিলেন দর্শন Aug 25, 2025
img
কাজলের ছবি নিয়ে পাপারাজ্জিদের বিরুদ্ধে ক্ষোভ মিনি মাথুরের Aug 25, 2025
img
পুলিশের ঊর্ধ্বতন ৫২ কর্মকর্তাকে রদবদল Aug 25, 2025
img
সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ Aug 25, 2025
img
‘কেজিএফ’ সিনেমার অভিনেতা ম্যাঙ্গালুরু দিনেশ মারা গেছেন Aug 25, 2025
img
পুলিশের ১২ ডিআইজির পদে বড় রদবদল Aug 25, 2025
img
দুই পুলিশ সুপারসহ ৬ অতিরিক্ত ডিআইজিকে বদলি Aug 25, 2025