রাজশাহীতে বিএনপির সমাবেশ, হঠাৎ বন্ধ বাস চলাচল

২২ শর্তে রাজশাহীর মাদ্রাসা মাঠের পূর্বপাশের রাস্তায় সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। শনিবার বিকেলে মহানগর পুলিশের পক্ষ থেকে লিখিতভাবে অনুমতি দেয়া হয়। রোববার দুপুরে বিএনপির রাজশাহী বিভাগীয় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এদিকে হঠাৎ করে রোববার সকাল থেকে মহানগর থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। পরিবহন শ্রমিকদের দাবি, বৃষ্টির কারণে বাস চলাচল বন্ধ করা হয়। তবে ঢাকা রুটে বাস চলাচল করছে।

অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, সমাবেশে নেতাকর্মীদের আগমন ঠেকাতেই প্রশাসন বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, রাজশাহীর মাদ্রাসা মাঠের পূর্বপাশের সড়কে বিএনপির বিভাগীয় সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। তবে তাদের ২২টি শর্ত দেয়া হয়েছে। ওইসব শর্ত মেনে তাদের সমাবেশ করতে হবে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, গত ১২ সেপ্টেম্বর মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হয়। কিন্তু পুলিশ সমাবেশের আগের দিন বিকেলে সমাবেশের অনুমতি দিয়েছে। তার পরও ২২টি শর্তে দেয়া হয়েছে।

তিনি অভিযোগ করেছেন, রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে বাস চলাচল বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা যেন মহাসমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, সমাবেশের সব রকম প্রস্তুতি তাদের রয়েছে। শনিবার অনুমতি পাওয়ার পর বৃষ্টি হলেও মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশ উপলক্ষে শনিবার থেকে রাজশাহী মহানগরে মাইকিংও করা হচ্ছে। এছাড়াও লিফলেট বিতরণ করাসহ ওয়ার্ডে-ওয়ার্ডে এবং থানায়-থানায় কর্মী সমাবেশ করেছে বিএনপি।

কিন্তু সকাল থেকে হঠাৎ করে অঘোষিতভাবে আন্তঃজেলা রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। মোটর শ্রমিক ইউনিয়ন বা সড়ক পরিবহন গ্রুপের কোনো নেতা এ ব্যাপারে মন্তব্য করেনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
কানাডায় শিখ নেতা নিজ্জর হত্যার অভিযোগে তিন ভারতীয় গ্রেপ্তার May 04, 2024
img
মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত May 04, 2024
img
তাপপ্রবাহ: আজ বন্ধ থাকবে ২৫ জেলার সব স্কুল-মাদরাসা May 04, 2024
img
ব্রাজিলে ভারী বৃষ্টিতে নিহত ৩৯, নিখোঁজ ৭০ May 04, 2024
img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024