“অনুকরণ করতে যাওয়া ভয়াবহ”

অধ্যাপক তপন রুদ্র। উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলা শহরে ১৯৫০ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। পেশায় ইংরেজি বিষয়ের অধ্যাপক। সর্বশেষ কর্মস্থল রংপুরের বেগম রোকেয়া সরকারি কলেজ।

লেখালেখির প্রতি আগ্রহ ছাত্রজীবন থেকেই। স্কুল কলেজের বার্ষিকী, বিভিন্ন বছরে একুশে সংকলন এবং স্থানীয় পত্র-পত্রিকায় তার লেখা কবিতা, গল্প, প্রবন্ধ ইত্যাদি ছাপা হতো। বিভিন্ন অনুষ্ঠানের জন্য প্রচুর গীতিনক্শা লিখতেন একসময়ে। তবে অধ্যাপনা জীবনেই তিনি শুরু করেন মূল লেখালেখির কাজ।

তাঁর প্রথম গ্রন্থ ‘কবিতায় শ্রেণীঘাত’ একটি বহুমাত্রিক কাব্যগ্রন্থ, যেটি ঢাকায় প্রকাশ হয়েছে ২০০৭ সালের ফেব্রুয়ারিতে। তপন রুদ্র স্বল্পভাষী স্বভাব সম্পন্ন হলেও লেখক অত্যন্ত সংগঠন প্রিয়। ছাত্ররাজনীতির সঙ্গে তার সংশিষ্টতা ছিল গভীর।

তাঁর একটি উক্তি হলো-

“অনুসরণ করা ভালো কিন্তু অনুকরণ
করতে যাওয়া ভয়াবহ।”

Share this news on: