সেলিম প্রধান দুই সহযোগীসহ ৪ দিনের রিমান্ডে

অনলাইনভিত্তিক ক্যাসিনো ও জুয়া ব্যবসার মূল হোতা সেলিম প্রধানকে তার দুই সহযোগীকে মাদকের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সেলিম প্রধানের অন্য দুই সহযোগী হলেন- আক্তারুজ্জামান ও রোকন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শেখ রকিবুর রহমান জানান, বুধবার তিন আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম। ওই দিন আদালত সেলিম প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত সেলিম প্রধান ও তার দুই সহযোগীকে চার দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন।

সেলিম প্রধানের বিরুদ্ধে গুলশান থানায় মানি লন্ডারিং ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলা দুটিতে আগামী ৩ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আদালত দিয়েছেন বলে তিনি জানান।

৩০ সেপ্টেম্বর থাই এয়ারওয়েজের ফ্লাইটে সেলিম প্রধানের ব্যাংকক যাওয়ার কথা ছিল। টিজি ৩২২ নম্বর ফ্লাইট থেকে তাঁকে নামানো হয়। সেলিম প্রধানকে আটক করা হয়। আটকের পর সেলিম প্রধানের গুলশান ও বনানীর অফিস এবং বাসায় অভিযান চালিয়ে ২৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা, ৭৭ লাখ ৬৩ হাজার টাকার সমপরিমাণ ২৩টি দেশের মুদ্রা, ১২টি পাসপোর্ট, ১৩টি ব্যাংকের ৩২টি চেক, ৪৮ বোতল বিদেশি মদ, একটি বড় সার্ভার, চারটি ল্যাপটপ ও দুটি হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব।

হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় ওই দিনই সেলিম প্রধানকে বন্য প্রাণী সংরক্ষণ আইনে ৬ মাসের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। পরদিন বুধবার গুলশান থানায় সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও মাদক আইনে দুটি মামলা করে র‌্যাব।

 

টাইমস/এসআই

 

Share this news on: