মুদ্রিত বইয়ের ঘ্রাণ, অনুভব অন্যরকম: আনিসুজ্জামান

ই-বুকের কারণে মুদ্রিত বইয়ের সমাদর কিছুমাত্র কমেনি বরং আগের মতোই জনপ্রিয়তা আছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক আনিসুজ্জামান।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মহাখালীর রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (রাওয়া) হেলমেট মিলনায়তনে ‘রাওয়া বইমেলা-২০১৯’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, প্রযুক্তির অবিশ্বাস্য উন্নতিতে অনেকে মনে করছেন, মুদ্রিত বইপত্রের ভবিষ্যৎ বোধহয় ভালো না। কিন্তু আমাদের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, ই-বুক প্রভৃতি যান্ত্রিক বইপত্র ছড়িয়ে পড়লেও মুদ্রিত গ্রন্থের প্রতি আকর্ষণ বেশি কমেনি।

তিনি বলেন, বাংলাদেশে সবচেয়ে বড় বইমেলার আয়োজন করে বাংলা একাডেমি। এ গ্রন্থমেলার পরিসর প্রতিবছর বাড়ছে, বই বিক্রির পরিমাণ, প্রকাশকের সংখ্যা বাড়ছে। প্রকাশকেরা পাবলিক লাইব্রেরিতে নানাসময়ে এককভাবে বইমেলা করছে। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে নানা বইমেলা আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার অন্যতম দিক হওয়া উচিত পরবর্তী প্রজন্মের আগ্রহ। কেননা তরুণেরা ক্রমশ আগ্রহ হারিয়ে ফেলছে বই থেকে।

তিনি বলেন, আধুনিক বিজ্ঞানের কল্যাণে ফোন নামক যন্ত্রের ভেতরে যাবতীয় কিছু গেঁথে দেয়া হয়েছে। এতে কী নেই? সবই আছে। বইও বিভিন্ন মাধ্যমে ফোনের মধ্য দিয়ে পাঠ করি। কিন্তু কালো হরফে সাদা কাগজে যে দেহটি ফুটে ওঠে, তার মায়া অন্যরকম। তার ঘ্রাণ, অনুভব অন্যরকম।

রাওয়া ২০১৪ সাল থেকে প্রতিবছরের মে মাসে বইমেলা করে থাকে। এ বছর ষষ্ঠ আয়োজনটি করা হয়েছে অক্টোবর মাসে।

রাওয়া বইমেলায় ১০টি প্রকাশনীসহ ৫০টি স্টল আছে। এর মধ্যে ৪০টি স্টলে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের লেখা বই প্রদর্শনী ও বিক্রি চলছে। বইমেলা চলবে শনিবার পর্যন্ত। আজ প্রথম দিনে চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে রাওয়া চেয়ারম্যান মেজর (অবসরপ্রাপ্ত) খন্দকার নুরুল আফসারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আবু জাফর চৌধুরী প্রমুখ।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024