বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো। তিনি ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দার্শনিক সক্রেটিসের ছাত্র ও দার্শনিক এরিস্টটলের শিক্ষক।
প্লেটো একাধারে গণিতজ্ঞ ও দার্শনিক ভাষ্যের রচয়িতা হিসেবে খ্যাত। তিনিই পশ্চিমা বিশ্বে উচ্চ শিক্ষার প্রথম প্রতিষ্ঠান গড়ে তুলেন। এটি ছিল এথেন্সের আকাদেমি।
তিনি বহু গ্রন্থ রচনা করে গেছেন। তার মধ্যে কয়েকটি হচ্ছে দি রিপাবলিক, এপোলজি, ক্রিটো, ইউথ্রিফ্রন, লাইসিস, সোফিস্ট ইত্যাদি।
এই মহান দার্শনিক ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।
তার একটি ববিখ্যাত উক্তি
“বুদ্ধি যেখানে প্রবল, লালসা সেখানে দুর্বল।”