ক্ষুধার্ত ব্যক্তি রাজনৈতিক উপদেষ্টা হতে পারে না

আলবার্ট আইনস্টাইন, যার আপেক্ষিকতাবাদ তত্ত্ব পদার্থ বিজ্ঞানে এক নতুন দ্বার উন্মোচন করেছিল। তার দেয়া ভর ও শক্তির সূত্র (E = mc2) বিশ্বের সবচেয়ে বিখ্যাত সূত্রদের একটি।

১৮৭৯ সালের ১৪ মার্চ জার্মানির একটি ইহুদি শ্রমজীবী পরিবারে জন্মগ্রহণ করেন আইনস্টাইন। তাত্ত্বিক পদার্থ বিজ্ঞান এবং কোয়ান্টাম তত্ত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ১৯২১ সালে তিনি পদার্থে নোবেল পুরস্কার পান।

বিজ্ঞানী হলেও আইনস্টাইন খুব ভালো গান করতেন। তিনি বলেন, ‘বিজ্ঞানী না হলে আমি একজন গায়ক হতাম’। ১৯৫৫ সালে এই মহান বিজ্ঞানী মারা যান।

তাঁর বিখ্যাত একটি উক্তি-

“যার পেটে ক্ষুধা সে কখনো রাজনৈতিক
উপদেষ্টা হতে পারে না।”

Share this news on: