দেশের অর্থনীতিতে ডলারের সরবরাহ বাড়াতে আবারও মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক নিলামের মাধ্যমে আটটি ব্যাংক থেকে মোট ৪৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার কেনা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, প্রতি ডলার ১২১ দশমিক ৭০ টাকা থেকে ১২১ দশমিক ৭৫ টাকা বিনিময় হারে কেনা হয়। নিলামে কাট-অফ রেট নির্ধারণ করা হয় ১২১ দশমিক ৭৫ টাকা।
বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং ডলারের প্রাপ্যতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরে এর আগেও বেশ কয়েকবার নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।
এমআর/এসএন