ভোমরা স্থলবন্দরে ৯ মাসে রাজস্ব বেড়েছে ২০৪ কোটি টাকা

ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি ২০১৮-১৯ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৮৬৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭৬৩ টাকা রাজস্ব আয় হয়েছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২০৪ কোটি ৪৩ লাখ টাকা বেশি।

বন্দর সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ভোমরা স্থলবন্দরে জুলাইয়ে ৬৪ কোটি ৮৬ লাখ টাকা, আগস্টে ৮৪ কোটি ৮৭ লাখ, সেপ্টেম্বরে ৫৮ কোটি ৬১ লাখ, অক্টোবরে ৮০ কোটি ৬২ লাখ, নভেম্বরে ১১১ কোটি ৫ লাখ, ডিসেম্বরে ১১৭ কোটি ২৭ লাখ, জানুয়ারিতে ১১৬ কোটি ৭৬ লাখ, ফেব্রুয়ারিতে ১৩৭ কোটি ৫৮ লাখ এবং মার্চে ১৩২ কোটি ১৪ লাখ টাকা রাজস্ব আয়ের মাসিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে জুলাইয়ে ৪৭ কোটি ৬৪ লাখ, ৯৪ হাজার ১২৭ টাকা, আগস্টে ৬০ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৭০৩, সেপ্টেম্বরে ৮৮ কোটি ৪৩ লাখ ৯৪ হাজার ২৭৩, অক্টোবরে ৮৫ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৬৬০, নভেম্বরে ১০৮ কোটি ২৮ লাখ, ডিসেম্বরে ৬৭ কোটি ৩৩ লাখ, জানুয়ারিতে ১৪০ কোটি ৪৩ লাখ, ফেব্রুয়ারিতে ৯৭ কোটি ৫৩ লাখ ও মার্চে ১১৭ কোটি ৫৮ লাখ টাকা রাজস্ব আয় হয়েছে।

এর আগে ২০১৭-১৮ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৬৬২ কোটি ৯ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছিল।

এক বছরের ব্যবধানে ২০৪ কোটি ৪৩ লাখ টাকা রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৬৭ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭৬৩ টাকা। তবে চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৯০৩ কোটি ৭২ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৬ কোটি ৩৯ লাখ টাকা কম।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বলেন, ভৌগোলিক দিক দিয়ে ভোমরা স্থলবন্দর বেশ সুবিধাজনক অবস্থানে আছে। দেশের অন্য যেকোনো বন্দরের তুলনায় কলকাতা থেকে এ বন্দরের দূরত্ব সবচেয়ে কম।

তিনি বলেন, নানা কারণে এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। উচ্চশুল্কের পণ্য আমদানির সুযোগ দেয়া হলে বন্দরের রাজস্ব আয় বাড়বে।

ভোমরা শুল্কস্টেশনের কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার নেয়ামুল হাসান বলেন, গত অর্থবছরের তুলনায় রাজস্ব বেড়েছে ২০৪ কোটি ৪৩ লাখ টাকা। তবে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। লক্ষ্যমাত্রা পূরণে যে ঘাটতি আছে, আশা করি অর্থবছরের বাকি তিন মাসে তা কাটিয়ে ওঠা যাবে।

১৯৯৬ সালের ১৫ মে শুল্কস্টেশন হিসেবে যাত্রা করে ভোমরা স্থলবন্দর। ওই সময় এ বন্দর দিয়ে ২১টি পণ্য আমদানির অনুমতি দেয়া হয়। ২০১০ সালে এ তালিকায় আরো ২৬টি পণ্য যুক্ত হয়। ২০১৮ সালের অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ড ভোমরা বন্দরে নতুন ৩১টি পণ্য আমদানি-রফতানির অনুমোদন দিলে আমদানি-রপ্তানিকৃত পণ্যর সংখ্যা দাঁড়ায় ৭৮ এ। তবে চাল, পেঁয়াজ, আপেল, মাছসহ ২০টির মতো পণ্য বেশি আমদানি-রপ্তানি হয় এই বন্দর দিয়ে।

 

টাইমস/এমএএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024
img
বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না: কাদের Apr 26, 2024
img
চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে : প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ Apr 26, 2024
img
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Apr 26, 2024
img
নতুন করে বেড়েছে সবজি-মাংসের দাম Apr 26, 2024
img
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা Apr 26, 2024
img
ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে Apr 26, 2024
img
৪৬তম বিসিএসের প্রিলি আজ, মানতে হবে যত নির্দেশনা Apr 26, 2024
img
পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটক ৩ Apr 26, 2024