ফিরেই ‘উধাও’ হওয়ার কারণ জানালেন শাকিবা

চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী। একসময় বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন তিনি। এমনকি ওই সময় শাকিব খান-আমির খানের মত নায়কদেরও নায়িকা হয়েছিলেন শাকিবা। তবে এরপর অনেকদিন চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। একেবারে উধাও হয়েছিলেন তিনি।

শাকিবার চলচ্চিত্রে কাজের শুরুটা হয়েছিল ২০০৫ সালে। ওইসময় মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘ভন্ড নেতা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে কাজ শুরু করেন তিনি। এই ছবিটিতে অভিনয় করে নিজেকে আলোচনায় আনতে সক্ষম হন শাকিবা।

তবে নায়িকার কাছ থেকে জানা গেছে, শাকিবার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘জীবনের গ্যারান্টি নাই’। এ ছবিটিও পরিচালনা করেন ‘ভন্ড নেতা’র পরিচালক। আর এতে শাকিবার নায়ক হিসেবে অভিনয় করেন আমিন খান। মূলত এই দুটি ছবিতে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি শাকিবাকে।

ছবি দুটির জনপ্রিয়তায় শাকিবা একের পর এক ‘বাঁচাও দেশ’, ‘ মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘দুর্ধর্ষ’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘এক জবান’, ‘মাটির ঠিকানা’, ‘রূপান্তর’সহ প্রায় ৪০টি ছবিতে অভিনয় করেন।

এরপরই মূলত উধাও হয়ে যান শাকিবা। তবে উধাও হওয়ার কারণও জানিয়েছেন তিনি। বললেন, বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করেছি। যার কারণে চলচ্চিত্র থেকে নিজেকে দূরে রেখেছিলাম।

এদিকে বিরতি কাটিয়ে আবারও ফিরলেন শাকিবা। এসেই দুটি চলচ্চিত্র ‘রোহিঙ্গা’ ও ‘তোলপাড়’-এ অভিনয় করেছেন তিনি। এর মধ্যে প্রথম ছবির কাজ পুরোপুরি শেষ হয়েছে। তবে দ্বিতীয় ছবির শুটিং এখনও চলছে বলে জানান নায়িকা।

ফাইল

‘তোলপাড়’ প্রসঙ্গে শাকিবা বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে বলেন, জুলাই মাস থেকে ‘তোলপাড়’ নামে নতুন সিনেমার কাজ করছি। এ ছবির গল্পটি দারুণ। এতে দর্শক আমাকে ভিন্ন লুকে দেখতে পাবেন। এরইমধ্যে ছবির দৃশ্যধারণের সব কাজ প্রায় শেষ হয়েছে। আর ছবিটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। এই ছবিতে আমার নায়ক হিসেবে অভিনয় করছেন সনি রহমান।

এই ছবির গল্প প্রসঙ্গে শাকিবা আরো বলেন, নতুন এ ছবিটিতে রোমান্টিক দৃশ্য থাকলেও অ্যাকশন গল্পনির্ভর ছবি এটি। দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।

এদিকে মাঝে কলকাতার পরিচালক রাজা সেনের সঙ্গেও যোগাযোগ হয়েছে শাকিবার। ‘সুরমাই’ নামে একটি ছবিতে কাজের বিষয়ে মিটিংও করেছেন তিনি। তবে এর কাজ এখনো শুরু হয়নি বলে জানান নায়িকা।

প্রসঙ্গত ক্যারিয়ারে শুধু বড় নয় ছোট পর্দায়ও কাজ করেছেন শাকিবা। গেলো ঈদে টিভি পর্দায় সাজিন আহমেদ বাবুর ‘চলো না ঘুরে আসি’ নামের টেলিছবিতে দেখা গেছে তাকে। নাটকটি ঈদে একটি বেসরকারি টেলিভিশনে প্রচারও হয়েছে। শাকিবার অভিনীত সর্বশেষ ছবি শাহ আলম কিরণের ‘মাটির ঠিকানা’। এটি মুক্তি পায় ২০১১ সালে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024