আবার হাসপাতালে এটিএম শামসুজ্জামান

খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। আবার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান শামসুজ্জামানের মেয়ে কলি আহমেদ।

বাংলাদেশ টাইমস প্রতিনিধির কাছে তিনি জানান, সোমবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

এরআগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুণী এই অভিনেতা। প্রায় দীর্ঘদিন রাজধানীর আজগর আলী হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে থেকে চিকিৎসাও নিয়েছেন এটিএম শামসুজ্জামান।

এটিএম শামসুজ্জামানের চলচ্চিত্র জীবনের শুরু ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে। প্রথম কাহিনি ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন ‘জলছবি’ ছবিতে। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন। প্রথমদিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি।

অভিনেতা হিসেবে চলচ্চিত্র পর্দায় আগমন ১৯৬৫ সালের দিকে। ১৯৭৬ সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি। নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের জন্য আজও তিনি দর্শকের কাছে নন্দিত।

 

টাইমস/জেকে

Share this news on: