বাংলাদেশকে বিনামূল্যে চিকিৎসা সরঞ্জাম দেবে আলিবাবা

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্বের সর্ববৃহৎ অনলাইন ট্রেডিং সাইট আলিবাবা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জ্যাক মা শনিবার এক টুইট বার্তা এ সহায়তা করার কথা ঘোষণা করেন।

জ্যাক মা টুইটে বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশকে বিনামূল্যে টেস্ট কিট, মাস্ক, প্রোটেকটিভ স্যুট, ভেন্টিলেটার ও থার্মোমিটার দেয়া হবে।

এশিয়ার অন্যতম ধনী এই চাইনিজ নাগরিক টুইট বার্তায় আরও বলেন, বাংলাদেশ, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কায় ১৮ লাখ মাস্ক, ২ লাখ ১০ হাজার টেস্ট কিট দেবে আলিবাবা। এছাড়া ৩৬ হাজার প্রোটেকটিভ স্যুট, ভেন্টিলেটর ও থার্মোমিটার দেয়া হবে এসব দেশে।

টুইট বার্তায় জ্যাক মা বলেন, যদিও এই ১০টি দেশের এসব চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেয়া কঠিন হবে, তবুও আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাবো। সূত্র: রয়টার্স

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: