সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিহাব দ্বিতীয়

সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ। পবিত্র মক্কা নগরীর কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বের মধ্যে দ্বিতীয় হয়েছেন শিহাব।

কাবা শরিফের নতুন ভবনে ৪১তম এই কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। বুধবার প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন মক্কার মেয়র খালিদ বিন ফয়সাল। পুরস্কার হিসেবে শিহাব পান ৫০ হাজার সৌদি রিয়াল ও একটি সম্মাননা ক্রেস্ট।

শিহাব উল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লায়। সে ঢাকার যাত্রাবাড়ীর তাহফিজুল কোরআন আয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র।

সৌদি আরবে এ প্রতিযোগিতায় অংশ নেন ১০৩ দেশের ১৪৬ জন হাফেজ। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১২ জন হাফেজ পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন বাংলাদেশের হাফেজ জাকারিয়া। তিনিও এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী আবদুল লতিফ বিন আল শেখ, মক্কার হারাম শরিফের জ্যেষ্ঠ ইমাম শেখ আবদুর রহমান আল সুদাইসও উপস্থিত ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on: