সামাজিক দূরত্ব রক্ষায় ‘পুল নুডলস’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের সুফল যেমন রয়েছে তেমনি দেশব্যাপী এই অচলাবস্থার কারণে ক্ষতির মুখে পড়ছে বিশ্বের অর্থনীতি। এ পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখতে বিভিন্ন দেশে লকডাউন শিথিল করা হচ্ছে। ফলে খুলেছে দোকানপাট, অফিসসহ নানা প্রতিষ্ঠান।

এ অবস্থায় করোনাভাইরাস ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রাখা, অর্থাৎ অন্যদের কাছ থেকে শারীরিকভাবে খানিকটা দূরে থাকা চ্যালেঞ্জ হয়ে পড়েছে। অনেকে বেমালুম ভুলে যাচ্ছে সামাজিক দূরত্বের কথা।

এই সমস্যার সমাধানে তথা অন্যদের কাছ থেকে শারীরিকভাবে নিজেকে খানিকটা দূরে রাখতে জার্মানিতে নেয়া হয়েছে অভিনব কৌশল। দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের জন্মস্থান মেকলেনবার্গের শোয়ারেন শহরের ‘রেস্তোরাঁ রোথে’র মালিক নিয়েছেন ব্যতিক্রমধর্মী এক উদ্যোগ।

তিনি রঙিন পুল নুডলস দিয়ে এমন একটি অদ্ভুত ক্যাপ বানিয়েছেন, যা লম্বায় প্রায় দেড় মিটার (৪.৯ ফুট)। যারাই তার রেস্তোরাঁয় খেতে আসছেন, তাদের মাথাতেই পরিয়ে দিচ্ছেন একটি করে ক্যাপ। আর এর মাধ্যমেই রক্ষা হচ্ছে সামাজিক দূরত্ব।

সিএনএনের এক প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। সেই সঙ্গে প্রকাশ করা হয়েছে একটি ছবি। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের রেস্তোরাঁর পেজে শেয়ার দিয়েছেন হোটেল মালিক। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার পাশেই সেই রেস্তোরাঁটি। সামনেই বসানো চেয়ার-টেবিল। সেখানে বসে আছেন কয়েকজন কাস্টমার। তাদের মাথায় একটি করে ক্যাপ। ক্যাপের ওপর বসানো লাল-নীল-হলুদসহ বিভিন্ন রঙের পাইপের মতো একটা কিছু। এটাকেই পুল নুডলস বলা হয়।

এই উদ্যোগ নিয়ে রেস্তোরাঁর মালিক জ্যাকুলিন রোথে বলেন, ‘মানুষ তাদের প্রিয়জনের সঙ্গ উপভোগ করতে ঘর থেকে বেরিয়ে পড়েছে। অনেকদিন পর আবহাওয়া উপভোগ করার সুযোগ পেয়েছে; রেস্তোরাঁয় আসছে। সে ক্ষেত্রে আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টিতে গুরুত্ব দিয়েছি। গ্রাহকদের নির্দিষ্ট দূরত্বে রাখার ক্ষেত্রে এটি যথাযথ পদ্ধতি বলে আমার মনে হয়েছে। বিষয়টি মজারও বটে। গ্রাহকরা আসছে। আগ্রহ নিয়ে এটি পরছে।’

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024