বেনাপোলে সড়কে যুবকের প্রাণহানি

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শহর আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার ভোরে বেনাপোলের ভবারবেড় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়, ভোরে শহর আলী বাড়ি থেকে বের হয়ে বাইপাস সড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। তবে কি ধরনের যানের (ট্রাক বা বাস) ধাক্কায় মারা যান তা নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার উপ পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস।
টাইমস/এএইচ/এইচইউ