মাঝারি শৈত্যপ্রবাহে যবুথবু জনজীবন: কমছে তাপমাত্রা

রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, যশোর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। শীতের তীব্রতায় যবুথবু এসব এলাকার জনজীবন। দিনে শীত কম অনুভূত হলেও রাত হলেই কমে যাচ্ছে তাপমাত্রা। আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

মঙ্গলবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এদিকে মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে তীব্র শৈত্যপ্রবাহের কারণে রাজশাহী, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ফরিদপুরে শীতের তীব্রতা বেড়ে গেছে। এতে বেকায়দায় পড়েছে ছিন্নমূল মানুষ। কাজের সন্ধানে সকাল থেকে বাইরে বের হওয়া বিভিন্ন পেশার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: