গাজীপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, মা-স্বামী গ্রেপ্তার

গাজীপুরে পরকীয়ার জেরে নীলা খাতুন (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার মা ও স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর মোগরখাল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাসন থানার ওসি এ কে এম কাউসার চৌধুরী।

নিহত নীলা খাতুন শেরপুরের শ্রীবর্দী থানার চরপাড়া এলাকার নয়ন মিয়ার (৩১ ) স্ত্রী। তার বাবার বাড়ি পাবনার চাটমোহর থানার বিন্নাবাড়ি গ্রামে। নীলা স্বামীর সঙ্গে গাজীপুরের মোগরখাল এলাকায় মো. কবির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

ওসি এ কে এম কাউসার চৌধুরী বলেন, এক বছর আগে শেরপুর জেলার শ্রীবর্দী থানার চরপাড়া এলাকার হাবিব উল্লাহর ছেলে নয়ন মিয়ার সঙ্গে নীলার বিয়ে হয়। নীলা নয়নের দ্বিতীয় স্ত্রী। কয়েক মাস আগে নয়ন মিয়া গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় মো. কবির হোসেনের বাড়িতে সস্ত্রীক ভাড়ায় ওঠেন। অন্যদিকে নিহতের মা রত্না বেগম (৩৫) পাশের চান্দনা এলাকায় সপরিবারে বসবাস করেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।

সম্প্রতি নীলা পরকীয়া করছে সন্দেহে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয় এবং সম্পর্কের অবনতি দেখা দেয়। এ বিষয়ে স্বামী নয়ন মিয়া নিজ স্ত্রীর বিরুদ্ধে শাশুড়ি রত্না বেগমের কাছে অভিযোগ করেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে রত্না বেগম কারখানা ছুটি শেষে নিজ বাসায় না গিয়ে সরাসরি মেয়ের বাসায় যান। পরে নয়ন মিয়ার সামনে পরকীয়া নিয়ে মেয়ের সঙ্গে মায়ের কথা কাটাকাটির একপর্যায়ে রত্না বেগম উত্তেজিত হয়ে ওঠেন এবং মেয়ের গলায় থাকা ওড়না টেনে ধরেন।

এ সময় শ্বাসরোধ হয়ে নীলা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, রাতেই পুলিশ রত্না ও নয়নকে গ্রেপ্তার করেছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024