‘নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে এটাই নিয়ম’

নতুন মন্ত্রিপরিষদের শপথের আগে শেষ কার্যদিবসে নিজ নিজ কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন বিদায়ী মন্ত্রীরা। এ সময় সবার মুখে ছিল নতুন মন্ত্রীদের প্রশংসা। নতুনদের জায়গা ছেড়ে দিতে হবে এটাই নিয়ম- এমনই কথা ছিলো বিদায়ী মন্ত্রীদের মুখে।

সোমবার দুপুরে নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। এ সময় চতুর্থ মেয়াদে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভায় বাদ পড়েছেন প্রবীণ মন্ত্রীদের প্রায় অধিকাংশই।

শপথের আগে প্রবীণ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নেন।

বানিজ্যমন্ত্রী বলেন, দীর্ঘ নয় বছর দায়িত্ব পালন করতে পেরে আমি সৌভাগ্যবান। নতুনদের পথ ছেড়ে দিতে হবে এটাই নিয়ম। নতুন বানিজ্যমন্ত্রী টিপু মুনশির প্রশংসা করে বলেন, তিনি খুবই ভাল মানুষ, খুব বিনয়ী। তার সাফল্য কামনা করি।

দুই মেয়াদে সরকারে থাকা কামরুল বলেন, ভালো মন্ত্রীসভা হয়েছে। আশা করি উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। নতুনদের জন্য পুরাতনদের জায়গা ছেড়ে দিতে হয় এটাই সঠিক। এখানে খাদ্যমন্ত্রী হিসাবে যোগ দিবেন নওগাঁর সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদার।

দায়িত্ব পালনের শেষ দিনে সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, অটিজম আক্রান্তসহ প্রতিবন্ধীদের যেন কোনোভাবেই অবহেলা না করা হয়, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের তা স্মরণ করিয়ে দিয়েছেন। সমাজকল্যাণমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নুরুজ্জামান আহমেদ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সবার কথা চুপচাপ শোনেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের বক্তব্য শেষে তিনি কথা বলেন।

নাহিদ বলেন, আশা করছি তারা (নতুন মন্ত্রী) ধারাবাহিকতা বজায় রেখে মন্ত্রণালয়কে আরও উচ্চ স্তরে নিয়ে যাবেন। নতুন সরকারে শিক্ষামন্ত্রী হয়েছেন দীপু মনি।

অর্থমন্ত্রী আবুল মাল মুহিত বলেন, নিজ থেকে আমি বিদায় নিয়েছি, এটা বড় সৌভাগ্যের বিষয়। অনেকে আমাকে প্রশ্ন করে অবসরের সময় আমি কি করব? বাংলাদেশে করার মত কোনো ক্ষেত্রের অভাব নেই। তিনি হাসতে হাসতে বলেন, অবসর না নিয়ে ঝেঁটিয়ে বিদায় হয়ে যাওয়া, সেটার থেকে তো রক্ষা পেয়েছি। আমার সংগ্রহে ৫০ হাজার বই আছে সবগুলো পড়া হয়নি, এগুলো পড়ব, আর বই লেখব। নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রীর দায়িত্বে আসছেন পরিকল্পনা মন্ত্রীর দায়িত্বে থাকা আ হ ম মুস্তফা কামাল।

 

টাইমস/এসআর/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024