মায়ের কোলে ফিরতে চায় শিশুটি

খাঁ খাঁ রোদ। সড়কের দুপাশে ঘনজঙ্গল। রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল কম। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশে চলছে অঘোষিত লকডাউন। ফলে কোথাও যেন কেউ নেই। কিন্তু রোববার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার একটি রাস্তার পাশে দাড়িয়ে ডুকরে কাঁদছিল একটি ছেলে। বিরান সড়কে ছেলেটির কান্না শুনে ট্রাক থেকে নেমে আসেন ইঞ্জিনিয়ার মামুন নামে ব্যক্তি। তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন।

মামুন ওই ছেলেটির সঙ্গে কথা বলেন। তাকে খাবার দিয়ে নিজেদের গাড়িতে তুলে নেন। ছেলেটিকে বাড়িতে পৌছে দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন তিনি।

ইঞ্জিনিয়ার মামুন বলেন, গাজীপুরের কালীগঞ্জে সড়কে তদারকির কাজ করার সময় ছেলেটি আমাদের নজরে আসে। রাস্তার দুপাশে ঘনজঙ্গল। কিন্তু বাচ্চাটি একা একা দাড়িয়ে কাঁদছিল। এরপর আমরা আমাদের গাড়ি থামিয়ে ছেলেটির কাছে গিয়ে তার পরিচয় জানতে চাই।

মামুন আরও বলেন, ছেলেটি জানিয়েছে তার বাড়ি রংপুর বাসটার্মিনাল এলাকার টেক্সটাইল মোড়ের আশেপাশে। তার বাবার নাম হাবিব ও মায়ের নাম শাহানা। ছেলেটির বাবা ট্রেন লাইনে এবং মা অন্যের বাড়িতে কাজ করে। শিশুটি জানিয়েছে, তার মা তাকে একটি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। কিন্তু সে তার মায়ের সঙ্গে দেখা করতে যেতে চাইলে মাদ্রাসার শিক্ষক তাকে মারধর করে। এরপর সে ভয়ে মাদ্রাসা থেকে পালিয়ে যায়।

শিশুটি আরও জানিয়েছে, পালিয়ে যাওয়ার পরে এক ট্রাক ড্রাইভারের সঙ্গে সে ঢাকার পথে রওনা দেয়। কিন্তু গাজীপুরের কালীগঞ্জ এলাকায় এসে নির্জন বাগানের মধ্যে রাস্তার ওপর শিশুটিকে নামিয়ে দিয়ে ট্রাক চালক চলে যায়। এরপর সে রাস্তার পাশে দাড়িয়ে কান্নাকাটি করছিল।

ইঞ্জিনিয়ার মামুন জানান, ছেলেটি এখন তার নিজ বাড়িতে বাবা-মায়ের কোলে ফিরতে চায়। কিন্তু সে তার ঠিকানা সঠিক ভাবে বলতে পারছে না। শিশুটিকে আমাদের অফিসে রাখা হয়েছে।

এ ব্যাপারে ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের সিইও এবং আবেদ মনসুর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আবেদ মনসুর বাংলাদেশ টাইমসকে বলেন, শিশুটিকে আমার কোম্পানীর ইঞ্জিনিয়ার ও গাড়ি চালক খুঁজে পেয়েছেন। আমরা শিশুটির অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। যেকোনো ব্যক্তি এই শিশুটিকে তার বাবা-মায়ের কাছে পৌছে দিতে আমাদেরকে সহযোগিতা করতে পারেন। এ ব্যাপারে আমার সঙ্গে  ০১৭৪৩৮৮৮৫১৮, ০১৭৩৫২১৯২১০ এবং ক-৭৯/৩, খাঁ পাড়া, খিলক্ষেত, ঢাকা-১২২৯ ঠিকানায় যোগাযোগের অনুরোধ করছি।

এছাড়া শিশুটিকে নিকটস্থ থানায় হস্তান্তর করার পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের সিইও এবং আবেদ মনসুর কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আবেদ মনসুর।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
“দেশের জনগণের স্বাস্থ্যসেবায় হোমিওপ্যাথি চিকিৎসাকে আরো ব্যাপকভাবে কাজে লাগানো প্রয়োজন “ - শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল May 19, 2024
img
৭ উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী May 19, 2024
img
ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং May 19, 2024
img
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী May 19, 2024
img
জীবন বাঁচাতে রাফা ছেড়েছেন ৮ লাখ ফিলিস্তিনি : জাতিসংঘ May 19, 2024
img
পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী May 19, 2024
img
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন : আজ মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী May 19, 2024
img
বেরিয়ে এলো জুজুৎসুর নিউটনের ‘ভয়ংকর’ যৌন নিপীড়নের তথ্য May 19, 2024
img
চেন্নাইকে বিদায় করে টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে বেঙ্গালুরু May 19, 2024
img
রাসায়নিক খাতের উন্নয়নে দেশেই কারখানা তৈরি করতে চান ব্যবসায়ীরা May 19, 2024