আপনি কি ভিডিও বানাতে ভালবাসেন? ভিডিও ব্লগ? এবার সময় তাহলে আপন। কারণ বাংলাদেশ টাইমস আয়োজন করছে ভিডিও ব্লগ প্রতিযোগিতা ২০২০। ভিডিও বানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিততে পারেন লাখ টাকার পুরস্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিন ৫০০ টাকার মোবাইল রিচার্জ। সপ্তাহের সেরা নির্মাতার জন্য থাকছে ১,৩০০ টাকা মোবাইল ট্রান্সফার। প্রতিমাসে একজন নির্বাচিত ভিডিও ব্লগ নির্মাতার জন্য রয়েছে ১০ হাজার টাকা নগদ পুরস্কার। যা বাংলাদেশ টাইমসের ফেসবুকে পেজে ছবিসহ নাম প্রকাশ করা হবে।
এছাড়া সেরাদের সেরা ভিডিও নির্মাতা পাবেন নগদ এক লাখ টাকা, সাথে সেরা ভিডিও ব্লগ নির্মাতার সনদ, ভবিষ্যতে বাংলাদেশ টাইমসের সাথে কাজ করার সুযোগ। এছাড়াও বাংলাদেশ টাইমসে বিজয়ীর সাক্ষাতকার প্রকাশিত হবে। এছাড়াও পুরস্কার হিসেবে থাকবে ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ আরো অনেক পুরস্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিছু শর্ত মানতে হবে। তা হল-
- যেকোনো বিষয়ে ভিডিও বা ব্লগ, সর্ট ফিল্ম, জোকস, ভ্রমণ লগ প্রভৃতি বানানো যাবে।
- গান, নাচ, কবিতা আবৃত্তি, বক্তৃতা কিংবা যেকোনো সৃষ্টিশীল কাজের ভিডিও হতে পারে।
- কোন ঐতিহাসিক বিষয়, চুক্তি, যুদ্ধ ইত্যাদির বর্ণনা দিয়ে ভিডিও বানাতে পারেন।
- গাড়ি, জাহাজ, বিভিন্ন সামরিক সরঞ্জামের বর্ণনা দিয়ে ভিডিও বানাতে পারেন।
- কোন বৈজ্ঞানিক গবেষণারও ভিডিও বানাতে পারেন। অর্থাৎ যে কোন বিষয়ের উপর ভিডিও বানানো যাবে।
- নির্বাচিত ভিডিও সমূহ বাংলাদেশ টাইমসের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে নির্মাতার নামসহ পোস্ট করা হবে। যাদের ভিডিও প্রকাশ করা হবে তারাই ৫০০ টাকার মোবাইল ট্রান্সফার পাবেন।
- অন্যান্য পুরস্কারের জন্য দর্শক প্রিয়তা, বিচারক মণ্ডলীর মতামত ইত্যাদি বিষয় বিবেচনায় নেয়া হবে।
- ভিডিওতে কপিরাইট মুক্ত অডিও ব্যবহার করা যাবে।
- পুরস্কারের জন্য নির্বাচিত ভিডিও সমূহের সত্ত্ব বাংলাদেশ টাইমস কর্তৃক সংরক্ষিত হবে।
- নির্মাতা সেটি ফেসবুক, ইউটিউব বা অন্যকোনও মাধ্যমে আপলোড করতে বা স্বত্বাধিকারের দাবী করতে পারবেন না।
- অতীতে আপলোড কৃত কোন ভিডিও পাঠানো যাবে না। এমন কোনও ভিডিও শনাক্ত করা গেলে অংশগ্রহণকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।
- ভিডিওটির দৈর্ঘ্য কমপক্ষে সাড়ে তিন মিনিট হতে হবে। অপ্রয়োজনীয় ভাবে ভিডিওর দৈর্ঘ্য বাড়ানো যাবে না।
- একজন যত খুশি ভিডিও পাঠাতে পারবেন।
- পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতিযোগিতা চলতে থাকবে।
- বাংলাদেশ টাইমস পরিবারের কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পাfacebook.com/bangladeshtimes71রবেন না।
- বাংলাদেশ টাইমস কর্তৃপক্ষ কোন রকম ঘোষণা ছাড়াই প্রতিযোগিতার যেকোনো নিয়ম পরিবর্তন, বাতিল বা স্থগিত করতে পারে। প্রতিযোগিতার যে কোন বিষয়ে বাংলাদেশ টাইমস কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে ভিডিও বানিয়ে পাঠিয়ে দিন bangladeshtimes13@gmail.com এই ঠিকানায়।
যেকোন বিষয়ে কোন প্রশ্ন থাকলে মেইল (bangladeshtimes13@gmail.com) করতে পারেন। আমাদের ফেসবুক পেজে (facebook.com/bangladeshtimes71) ক্ষুদে বার্তা পাঠাতে পারেন। অথবা সরাসরি ০১৭৩৫-২১৯২১০ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। (সকাল ১১টা থেকে রাত ৯টা)
টাইমস/এইচইউ/টিএইচ