ইউনাইটেড ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিনাসুদে অর্ধকোটি টাকা ঋণ!

করোনার এই সময়ে পড়াশোনা খরচ চালিয়ে নিতে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। শিক্ষার্থীদের বিনা সুদে অর্ধকোটি টাকা শিক্ষা ঋণ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চলতি মাসে শুরু হওয়া সামার সেমিস্টারে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে ৫০ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, কয়েক বছর আগে শিক্ষার্থীদের জন্য সুদবিহীন শিক্ষা ঋণ সেবা চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগের বছরগুলোতে প্রতি সেমিস্টারে ৫-১০ লাখ টাকা শিক্ষা ঋণ হিসেবে দেয়া হত। তবে এ বছর নভেল করোনা মহামারীর কারণে শিক্ষা ঋণের পরিধি বাড়ানো হয়েছে। এবার সামারে দুই শতাধিক শিক্ষার্থীকে এরই মধ্যে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে।

ইউআইইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক মনজুরুল হক খান বলেন, সামার সেমিস্টারে শিক্ষার্থীভেদে ১০ হাজার থেকে শুরু করে ৮০ হাজার টাকা পর্যন্ত শিক্ষা ঋণ দেয়া হয়েছে। এ সেমিস্টারে শিক্ষা ঋণ পাওয়ার জন্য শিক্ষার্থীরা আরো এক সপ্তাহ আবেদন করতে পারবে। সে হিসাবে ধরে নেয়া যায়, আরো কিছু শিক্ষার্থী আবেদন করতে পারে। তাহলে শিক্ষা ঋণের পরিমাণ ৫০ লাখও ছাড়িয়ে যাবে বলে উল্লেখ করেন তিনি।

ইউআইইউ ভিসি অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান বলেন, এ সেমিস্টারে আমরা দুই শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা ঋণ দিয়েছি। কিন্তু সংকটে থাকা শিক্ষার্থী সংখ্যা আরো বেশি। অনেক শিক্ষার্থীই এ সেমিস্টারে রেজিস্ট্রেশন করেনি। শুধু ইউআইইউ নয়; সব বিশ্ববিদ্যালয়েরই চিত্র একই। তাই আমি মনে করি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি সরকারের উচিত শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণ চালু করা।

এদিকে শিক্ষার্থীদের জন্য বিনা সুদের ঋণ প্রদানে ইউআইইউর এ উদ্যোগকে খুবই প্রশংসনীয় বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। তিনি বলেন, শিক্ষার্থীদের বিনা সুদে বা স্বল্প সুদে শিক্ষা ঋণের ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে। ইউআইইউর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও অনুসরণীয়। অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাদের সুযোগ রয়েছে, তাদের উচিত এ ধরনের উদ্যোগ চালু করা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024
img
বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না: কাদের Apr 26, 2024
img
চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে : প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২ Apr 26, 2024
img
পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Apr 26, 2024
img
নতুন করে বেড়েছে সবজি-মাংসের দাম Apr 26, 2024
img
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা Apr 26, 2024
img
ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলছে Apr 26, 2024