২৪ ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণ করা হবে -ফজলে নূর তাপস

পশু কোরবানির পর আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশেনের (ডিএসসিসি) কোরবানির বর্জ্য অপসারণ শেষ করা হবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

শনিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষে শনিবার দুপুর দুইটা থেকে বিশেষ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এজন্য সিটি কর্পোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। কোরবানির পরে যে বর্জ্য হবে, তা দুপুর ২টার পর থেকে পরবর্তি ২৪ ঘন্টার মধ্যে সম্পূর্ণরূপে অপসারণ করা হবে। ইনশাল্লাহ দ্রুত সময়ের মধ্যে নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে পারবো।

ডিএসসিসির মেয়র আরও জানান, শুক্রবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নির্ধারিত স্থানগুলোতে পশু কোরবানির জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: