সিনহা হত্যা: চার পুলিশ দ্বিতীয় দফায় রিমান্ডে

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব। এর আগে গত ২৪ আগস্ট আদালত তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করে।

চার আসামি হলেন- টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের সাবেক এএসআই লিটন মিয়া, সদস্য কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল-মামুন।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের এএসপি খাইরুল ইসলাম বলেন, কারাগার থেকে তাদের বেলা সাড়ে ১১টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে আসামিরা র‌্যাবের হেফাজতে রয়েছেন।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করবে তাদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হবে কিনা।

এর আগে গত ১৪ আগস্ট তাদের প্রথম দফায় সাত দিনের রিমান্ডে নিয়েছিল র‌্যাব। ২০ আগস্ট রিমান্ড শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

গত ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা।

আরও পড়ুন

মেজর সিনহা হত্যায় অনাকাঙ্খিত অস্ত্রের ব্যবহার, পুলিশ ছিল আগ্রাসী

সিনহা হত্যা: জবানবন্দি শেষে কারাগারে পুলিশের মামলার তিন সাক্ষী

মেজর সিনহা হত্যায় জড়িতদের বিচার হতেই হবে: সেনাপ্রধান

চার দফায় ১৫ দিনের রিমান্ড শেষে কারাগারে ওসি প্রদীপ

 

টাইমস/এইচইউ

Share this news on: