নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: আরও একজনের মৃত্যু, মোট ২৯

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সাত্তার (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, মৃতের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল। নারায়ণগঞ্জে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে এখন পর্যন্ত ২৯ জন মারা গেলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আরও সাত জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে ‘গ্যাসের লাইন’ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৮

গ্যাস লাইনের উপরে মসজিদ নির্মাণ করায় বিস্ফোরণ: তিতাসের তদন্ত কমিটি

মসজিদে বিস্ফোরণ, তিতাস গ্যাসকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ

 

টাইমস/এইচইউ

Share this news on: