গাইবান্ধা-৩: বোরকা পরে জাল ভোট, আটক যুবকের জেল

গাইবান্ধা-৩ আসনে ভোট চলাকালে সাদুল্যাপুরের একটি কেন্দ্রে বোরকা পরে জাল ভোট দেয়ায় সময় এক যুবককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেল সাড়ে ৩টার দিকে কান্তনগর বিণয় ভূষণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরে তাকে দুই বছরের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন বিচারক।

আটক ওই ‍যুবকের নাম রওশন আলম মণ্ডল (৪০)। তিনি সাদুল্যাপুর উপজেলার কান্তনগর বিণয় ভূষণ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি।

রওশন আলী মন্ডল সমাজতান্ত্রিক দল জাসদ সাদুল্যাপুর উপজেলা যুবজোটের নেতাও ছিলেন।

সাদুল্যাপুর থানার ওসি (তদন্ত) এমরানুল কবীর জানান, ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রের ভেতরে নারীদের লাইনে বোরকা পরে দাঁড়ায় রওশন আলম।

এ সময় কেন্দ্রের দায়িত্বরত পুলিশের সঙ্গে কথা হয় রওশনের। কিন্তু তার কথাবার্তা শুনে পুলিশের সন্দেহ হয়। এক পর্যায়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। এসময় পুলিশও পিছে ছুটে এক পর্যায়ে তাকে আটক করে।

 

টাইমস/এক্স

Share this news on: