বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কুপিয়ে হত্যার হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের এএসপি কামরুজ্জামান গণমাধ্যমকে বলেন, মঙ্গলবার দুপুরে সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয়ার অপরাধে মহসিন তালুকদারকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সিলেটে নেয়া হবে।
এর আগে গত রোববার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দেন মহসিন। পরদিন সকালে আবারোও ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেন সিলেটের ওই যুবক।
আরও পড়ুন- আমি পূজা উদ্বোধন করিনি: সাকিব (ভিডিও)
টাইমস/এসএন