এবার দিলীপ বড়ুয়াকে দুষলেন আমু

চকবাজারে অগ্নিকাণ্ডের পর কেমিক্যাল কারখানা নিয়ে নিজের দায় এড়াতেই সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া তার ওপর দায় চাপাচ্ছেন বলে দাবি করেছেন সাবেক আরেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

এর আগে শনিবার ১৪ দলের প্রতিনিধি দলের সঙ্গে চকবাজারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে গিয়ে দিলীপ বড়ুয়া এই ঘটনার জন্য তার পরবর্তী শিল্পমন্ত্রী আমুকে দোষারোপ করেছিলেন।

আর ২০১৪ সালের সরকারে শিল্পমন্ত্রীর দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু।

দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘আমাদের যে শিল্পমন্ত্রী (আমু) ছিলেন, উনি যদি সিরিয়াসলি কেমিকেল গোডাউন ও কারখানা সরানোর বিষয়টি টেকআপ করে নিতেন, তাহলে হয়ত এতদিনে পুরান ঢাকার কেমিকেল গোডাউন রিলোকেট করা সহজ হত।’

এর জবাবে মন্ত্রিসভায় ঠাঁই না পাওয়া আমু বলেন, ‘কোনো প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, সে জন্য এডভান্স এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন উনি।’

তিনি বলেন, আজ পর্যন্ত যে দল একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে সাহস পায় না, তারা কিসের আলোচনায় আসবে? একটা ইউনিয়ন পরিষদে সদস্য দেওয়ার মতো ক্ষমতা নেই, তারা কিসের আলোচনায় আসবে?

গত ৫ বছর মন্ত্রী থাকাকালে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে কী উদ্যোগ নিয়েছিলেন- জানতে চাইলে আমু বলেন, “নির্বাহী মিটিংয়ে বিসিকের চেয়ারম্যানের অধীনে একটা কমিটি হয়, সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়।

‘জায়গাও নির্ধারণের জন্য একটা অবস্থা আমি এসে পেয়েছিলাম। তারপর থেকে জায়গা নির্ধারণ চেষ্টা, সমঝোতার করার চেষ্টা করা হয়েছে। সে ক্ষেত্রে ৫০ একর জায়গা নির্ধারণ করে বিসিকে পাসও করা হয়েছিল। তারা (মালিক পক্ষ) রাজি হয় নি, স্বাক্ষর দেয়নি। তারা সমঝোতায় আসেনি। তারা কোনো প্লটে যেতে চায় না।’

পুরান ঢাকার রাসায়নিকের কারখানা কিংবা গুদাম শিল্প মন্ত্রণালয়ের অধীনে নয় বলেও জানান আমু।

তিনি বলেন, ‘এগুলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে কোনো শিল্প না। বাংলাদেশে কয়েকটা ফার্টিলাইজার ও সরকারী কারখানা আছে, যা শিল্প মন্ত্রণালয়ের অধীনে।’

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024