পুরান ঢাকায় মসজিদের ভেতরে ‘মেনজ ক্লাবের’ ফটোশুট! সমালোচনার ঝড়

মসজিদের ভেতরে ফটোশুট করে বিতর্কের মুখে পড়েছে দেশের প্রথম সারির জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘মেনজ ক্লাব’।

ঈদকে সামনে রেখে গত শুক্রবার পুরান ঢাকার আরমানিটোলার ‘তারা মসজিদ’ এর ভেতরে প্রতিষ্ঠানটির নতুন পণ্যের ফটোশুট হয়।

সাথে সাথে ফটোশুটের ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।

ছবিতে দেখা যায় লাইট, ক্যামেরা নিয়ে ফটোগ্রাফার এবং সহকারীরা মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে আছেন। মসজিদের ভেতরে তাদের সাথে একজন নারীকেও দেখা গেছে ।

জানা গেছে, ফটোশুটটির ক্যামেরার দায়িত্বে ছিলেন শাকিব মুহতাসিম। আর মডেল হিসেবে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মাহবুব, নাহিদ প্রমুখ।

মেনজ ক্লাবের এ ধরনের ফটোশুট প্রসঙ্গে ফেসবুকে মাসুদ আনসারী নামে একজন লিখেছেন, মসজিদে চলছে ব্র্যান্ড MENZ KLUB এর ঈদ কালেকশন শুট! এমন কাজকে ধিক্কার জানাই। মসজিদ কর্তৃপক্ষ কই? এরা কীভাবে ঢুকলো? আমার প্রশ্ন হচ্ছে, এরা সাহসটা পাইলো কই? বাড়াবাড়ির একটা লিমিট থাকা উচিত। এই লজ্জাজনক কাজটার জন্য ব্র‍্যান্ড কর্তৃপক্ষ যদি ক্ষমা বা অনুতপ্ত না হয়; তাহলে এটাকে ভাইরাল করে দিন যেভাবে পারেন। আর কিচ্ছু লাগবে না, এই ব্র‍্যান্ডের দাফন হয়ে যাবে।

‘পুরান ঢাকা’ নামে একটি ফেসবুক গ্রুপ লিখেছে- ধিক্কার জানাই MENZ KLUB কে। মসজিদের পবিত্রতা নষ্ট করার জন্য। আমাদের ঈমান দিন দিন নষ্ট হচ্ছে বলেই আজ আমাদের দেশে ‘ফনির মতন’ এত আজাব আসতেছে। আপনারা দেশ সেরা ব্র্যান্ড। আপনারাই যদি এমন কাজ করেন, অন্য ছোট ব্র্যান্ডরাও আপনাদের পথ অনুসরণ করবে। আমরা সবাই জানি মসজিদে ক্যামেরা ব্যবহার করা নিষেধ। সেখানে আপনেরা প্রি-প্ল্যান ফটোশুট করছেন। ‘তারা মসজিদ’-এর মতন একটি বিখ্যাত মসজিদে কীভাবে আপনারা অনুমতি পান ফ্যাশন ফটোশুট করতে? ভাই আমরা এত বেশি নামাজ পড়ি যে লোকে নাম দিয়েছে ‘শুক্কুর বারের মুসলমান’! ভাই দয়া করে আর পাপের বোঝা বাড়াইয়েন না। না হলে ‘ফনির’ পর ‘কনি’ আসবে। আপনাদের এই ফ্যাশন ফটোসেশন মসজিদ অবমাননাকারীর শামিল।

আজম আহমেদ নামে একজন লিখেছেন-ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’-এ MENZ KLUB এর ঈদ ফটোশুট : মসজিদ ইবাদতের স্থান আর এরা এখানে ফটোশুট করার অনুমতি পেল কি করে? মেনজ ক্লাবের মতো একটি নামকরা ব্র্যান্ড যদি এই গর্হিত কাজ করে পরবর্তীতে অন্যরাও উৎসাহিত হবে, আল্লাহর ঘরে ঈদ ফটোশুট করতে।

আল্লাহ সবাইকে সঠিক বিষয় বোঝার তাওফিক দিক। এমন অসংখ্য বিতর্কিত মন্তব্য এখন ফেসবুক দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

জানা গেছে, মেনজ ক্লাবের ফটোশুটের বিষয়টি দেখাশোনা করেন প্রতিষ্ঠানটির পরিচালক সারেক মাহমুদ। তিনি নিজেও একজন মডেল।

মসজিদের ভেতরে ফটোশুট প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘এই ফটোশুটের দায়িত্বে ছিল অন্য কেউ। এটা কোথায় হয়েছে, আমার জানা নেই।’

তবে ফটোশুটের দায়িত্বে থাকা ওই ব্যক্তির নাম বা ফোন নম্বর দিতে অস্বীকৃতি জানান তিনি।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য : ওবায়দুল কাদের Apr 27, 2024
img
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় Apr 27, 2024
img
গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু আজ, কেন্দ্রে থাকবে পানি ও চিকিৎসা ব্যবস্থা Apr 27, 2024
img
শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা Apr 27, 2024
img
শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী আজ Apr 27, 2024
img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024