নিজের মেয়েকেও টিকিট দিলেন না রেলমন্ত্রী!

ঈদে বিশেষ কোটায় টিকিট নিতে নিজের মেয়ে একটি তালিকা দিয়েছিল রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। সেই তালিকাও হাতে নেননি মন্ত্রী। মেয়েকে জানিয়ে দিয়েছেন ঈদে ট্রেনে সাধারণ মানুষ বাড়ি ফিরবে। এজন্য বিশেষ কোটায় টিকিট দেয়া বন্ধ।

মন্ত্রণালয়ে ঢাকার এক সংসদ সদস্য বিশাল টিকেট চাহিদার ফর্দ পাঠিয়েছেন। তাতে সায় দেয়নি রেল মন্ত্রণালয়। উল্টো তা প্রকাশ করে জানিয়ে দিয়েছে এবার এই ধরনের টিকিট দেয়া হবে না।

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে বুধবার থেকে। এরইমধ্যে টিকিট চেয়ে চেষ্টা-তদবির শুরু করে দিয়েছেন প্রভাবশালীরা। রেলভবনে জমা পড়েছে একের পর এক টিকিট চাহিদার ফর্দ।

অবশ্য এমন আশঙ্কায় রেল মন্ত্রণালয় আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে মন্ত্রী সচিব সংসদ সদস্য নিজে বাড়ি গেলে কেবলমাত্র টিকিট পাবেন নতুবা নয়। তাদের কোনো ডিও লেটারে কাউকে এবার টিকিট দেয়া হবে না। আগের মতো রেলের টিকিট ভিআইপিদের জন্য ব্লক রাখা হবে না।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ নিয়ে বলেছেন, শুধু সংসদ সদস্য মন্ত্রী বিচারপতি সচিব যদি নিজে বাড়ি যান তাহলে তাদের জন্য রেল মন্ত্রণালয় টিকিট ব্যবস্থা করবে এবং তা টাকা দিয়ে কিনে নিতে হবে। এ ছাড়া আর কারো জন্য ভিআইপি হিসেবে কোনো টিকেট ইস্যু করা হবে না।

রেল ভবন সূত্র জানায়, ঈদের অগ্রিম টিকিট বিক্রির আগেই বহু মন্ত্রী-এমপির রেলভবনে ডিও লেটার পাঠায়। কেউ কেউ পৃষ্ঠা ভরে তালিকা করে ট্রেনের টিকিট চেয়েছেন।

এর মধ্যে ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম ৩০ থেকে ৪ জুনের বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ৯৪টি টিকিট চেয়েছেন। আর জামালপুরের এক সংসদ সদস্য চেয়েছেন ৬৭টি টিকিট।

রেলমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবার ভিআইপি কোঠায় এসব টিকিট দেওয়া সম্ভব নয়।

২২ মে সকাল ৯ টা থেকে বিভাগ ও অঞ্চলভেদে কমলাপুর, ফুলবাড়ি, তেজগাঁও, বনানী ও বিমানবন্দর স্টেশন থেকে টিকিট বিক্রি শুরু হবে।

ঢাকা থেকে দিনে প্রায় ৩০ হাজার ট্রেনের টিকেট বিক্রি করা হয়। এর মধ্যে এবার ৫০ ভাগ টিকেট অনলাইনে মোবাইল অ্যাপসে কাটার সুবিধা দেওয়া হয়েছে। একমাস আগে চালু করা হয়েছে রেলের টিকিট কাটার অ্যাপস ‘রেল সেবা’।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024
img
বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে অথচ বিরোধী দল দেখে না: কাদের Apr 26, 2024
img
চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি হতে পারে : প্রধানমন্ত্রী Apr 26, 2024