পোশাক শ্রমিকদের জন্য প্রস্তুত বিআরটিসির শতাধিক বাস

পোশাক শ্রমিকরা ঈদে যেন নির্বিঘ্নে গ্রামে যেতে পারে সে জন্য বিশেষ বাসের ব্যবস্থা করেছে বিআরটিসি। এবারই প্রথম এই ধরনের ব্যবস্থা করা হলো।

সোমবার সকাল থেকে গাজীপুরের বিভিন্ন কারখানা এবং গাজীপুর চৌরাস্তা থেকে আর্টিকুলেটেড, ডাবল ডেকারসহ বিভিন্ন ক্যাটগরির ৬৫ সিটের শতাধিক বাস রংপুর, দিনাজপুর, বগুড়াসহ উত্তর বঙ্গের বিভিন্ন গন্তব্যে উদ্দেশে ছেড়ে যাবে। ইতিমধ্যেই টিকেট বিক্রি হয়ে গেছে বলে জানা গেছে।

বিআরটিসির উপ-মহাব্যবস্থাপক ( পরিচালন) মনিরুজ্জামান জানান, ইতিমধ্যেই কারখানা কর্তৃপক্ষ ৭৬টি ডাবল ডেকার বাস বুকিং দিয়েছে। এছাড়া গাজীপুর চৌরাস্তা এলাকা থেকে সোমবার সকাল থেকে সারা দিনে ছেড়ে যাবে আরও ৩০টি বিশেষ বাস।

এর আগে বিজিএমইএর সভাপতি রুবানা হক ঈদে বাস, ট্রেন ও লঞ্চে শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিলেন।

রুবানা বলেন, এ বছর ট্রেন ও লঞ্চে শ্রমিকদের জন্য বিশেষ ব্যবস্থা না করা হলেও সড়ক পথে বাসের ব্যবস্থা করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিআরটিসি। এটা শ্রমিকদের জন্য খুবই আনন্দের একই সঙ্গে স্বস্তির বিষয়।

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন বলেন, শ্রমিকদের জন্য সত্যিকারের স্বস্তি চাইলে কর্তৃপক্ষকে এই আয়োজনের কলেবর আরও বাড়াতে হবে। কারণ ঈদে বাড়ি ফেরার মতো শ্রমিক রয়েছে কয়েক লাখ।

জানা গেছে, পোশাক শ্রমিকদের বাড়ি নিয়ে যাওয়ার পাশাপাশি ঈদের পর আবার ফিরিয়ে আনবে বাসগুলো। এক্ষেত্রে বিআরটিসির মতিঝিল, গাবতলী, জোয়ারসাহারা ও গাজীপুর ডিপোর ব্যবস্থাপক ও শ্রমিক পক্ষ নিজেদের মধ্যে আলোচনা করে দিন তারিখ ঠিক করবেন।

গাজীপুর ছাড়াও গাবতলী, সায়েদাবাদ এলাকায় বিআরটিসির বিশেষ বাস প্রস্তুত থাকছে এবার। যাত্রীদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন গন্তব্যে এসব বাস ছেড়ে যাবে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024