জামালপুরে বন্যার পানিতে ডুবে পাঁচজনের মৃত্যু

জামালপুরের দুই উপজেলায় বন্যার পানিতে ডুবে চার শিশু ও এক বৃদ্ধ মারা গেছে।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বকশীগঞ্জ উপজেলায় চারজন ও মাদারগঞ্জ উপজেলায় একজন মারা গেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর পূর্বপাড়া গ্রামে শাহীন মিয়ার মেয়ে সুজুনী আক্তার (১১) ও একই গ্রামের সোলায়মান হোসেনের মেয়ে সাথী আক্তার (৮) বাড়ির পাশে বন্যার পানিতে ভেলায় চড়ে ঘুরছিল।

আকস্মিক ভেলাটি উল্টে গেলে তারা পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
এ ছাড়া একই দিন বেলা দুইটার দিকে উপজেলার কুতুবেরচর গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে স্বাধীন মিয়া (৪) বাড়ির পাশে বন্যার পানিতে ডুবে মারা যায়।

বিকেলে উপজেলার মেরুরচর ইউনিয়নের রবিয়ারচর গ্রামের আবদুল শেখ (৭০) নামের এক বৃদ্ধ বাড়ির পাশে বন্যার পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন। কিছুক্ষণ পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

একই দিন বিকেল চারটার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের জামদহ গ্রামের নূর ইসলামের আড়াই বছরের ছেলে আরাফাত সবার অগোচরে বাড়ির পাশে বন্যার পানিতে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয় লোকজন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মুহাম্মদ তাজুল ইসলাম বলেন, তার উপজেলায় তিন শিশু ও এক বৃদ্ধ বন্যার পানিতে ডুবে মারা গেছেন।

মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফরিদুল ইসলাম আরাফাতের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত ১০ দিনের বন্যায় জামালপুর জেলার সাতটি উপজেলায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বন্যার পানিতে ডুবে শিশুসহ ২৩ জন ও সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে।

 

টাইমস/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
আ.লীগ নেতাকর্মীদের দেশ ও জনগণের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর Apr 26, 2024
img
৯ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকবে হল Apr 26, 2024
img
প্রথমবার এশিয়া কাপে আম্পায়ারিং করবেন বাংলাদেশের জেসি Apr 26, 2024
img
গাজায় ধ্বংসস্তূপ পরিষ্কারে লাগতে পারে ১৪ বছর : জাতিসংঘ Apr 26, 2024
img
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চলমান তাপপ্রবাহ রেকর্ড ভেঙেছে ৭৬ বছরের Apr 26, 2024
img
অলসতা কাটিয়ে সকালে ঘুম থেকে উঠতে করণীয় Apr 26, 2024
img
বাংলাদেশে চিকিৎসা সুবিধায় থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী Apr 26, 2024
img
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি Apr 26, 2024
img
সেন্সর বোর্ডে আটকে গেল রায়হান রাফীর নতুন সিনেমা ‘অমীমাংসিত’ Apr 26, 2024