ভালোবাসা দিবসে বিমানবালাকে বিয়ে করলেন ক্রিকেটার নাসির

সব জল্পনার অবসান ঘটিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন ক্রিকেটার নাসির হোসেন। আর দ্বিতীয় ইনিংসে জীবনসঙ্গী হিসেবে নাসির যাকে বেঁছে নিয়েছেন, তার নাম তামিমা তাম্মি। তিনি সৌদি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে নিয়োজিত। তার বাড়ি টাঙ্গাইলে।
গতকাল রোববার বিশ্ব ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্তোঁরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। অনুষ্ঠানে পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
একটি সূত্র জানিয়েছে, গত সেপ্টেম্বরে একজন তরুণীকে নিয়ে নিজের ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন নাসির। যদিও মিনিট দশেক পরে ওই পোস্টটি ডিলিট করে দেন নাসির হোসেন। অনেকের ধারণা, নাসিরের সেদিনের নেই পোস্টের মূল আকর্ষণই ছিলেন আজকের তামিমা তাম্মি।
টাইমস/এসএন